রেজাউল করিম সিরাজগঞ্জ প্রতিনিধি:: “শিক্ষা নিয়ে গড়বে দেশ শেখ হাসিনার বাংলাদেশ” এগিয়ে যাচ্ছে প্রাথমিক শিক্ষা এগিয়ে যাচ্ছে বাংলাদেশ “এই শ্লোগান নিয়ে সিরাজগঞ্জ সদর উপজেলা শিক্ষা অফিসের আয়োজনে মানসন্মত প্রাথিমক শিক্ষা নিশ্চিতকরণে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২০ অক্টোবর’১৮) দিনব্যাপী সিরাজগঞ্জ শহরের শহীদ এম.মনসুর আলী অডিটোরিয়ামে এ মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন, সিরাজগঞ্জ জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) ও সদর-কামারখন্দ আসনের এমপি অধ্যাপক ডাঃ হাবিবে মিল্লাত মুন্না এমপি।
তিনি বলেন, শেখ হাসিনা সরকার শিক্ষা সহ সবক্ষেত্রে উন্নয়ন করছে শিক্ষার্থীদের বই দেওয়া, বিনাবেতনেপড়া, উপবৃত্তি, আধুনিক বহুতল ভবণ নির্মাণ, শিক্ষা উপকরণ, বেসকারী শিক্ষা প্রতিষ্ঠান নিয়মতান্ত্রিকভাবে সরকারি করণ, শিক্ষকদের বেতনবৃদ্ধি, মর্যাদা সবই শেখ হাসিনা সরকার দিচ্ছে।
তিনি আরো বলেন, সিরাজগঞ্জে আমরা ব্যাপক উন্নয়ন করছি শহরে রাস্তা পাকাকরণ ও ইউনিয়ন পর্যায়ে সকল রাস্তাই পাকা হয়েছে, ব্রীজনির্মাণ, সিরাজগঞ্জ শহর রক্ষায় ৪টি ক্রসবার নির্মান, মেরিন একাডেমী, মুক্তিযোদ্ধা ভবন, ২৫০ শয্যা বিশিস্ট সদর হাসপাতালের উন্নয়ন, শহীদ এম মনসুর আলী মেডিক্যাল কলেজ নির্মাণ ও নার্সিং কলেজের কাজ চলছে, সয়দাবাদে ইকোনোমিক গড়ে তোলা হচ্ছে, কওমী জুট মিল খোলা হয়েছে, শহরে ট্রেন চালু করা হয়েছে। তাই উন্নয়নের জন্যই নৌকা মার্কায় ভোট চাই।
মতবিনিময় সভায় বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন, সিরাজগঞ্জ -পাবনা মহিলা সংরক্ষিত আসনের এমপি সেলিনা বেগম স্বপ্না,প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের এনডিসি, মহাপরিচালক-ড.মোঃ আবুহেনা মোস্তফা কামাল, সিরাজগঞ্জ সদর উপজেলা চেয়ারম্যান মোহাম্মাদ রিয়াজ উদ্দিন, পৌর মেয়র সৈয়দ আব্দুর রউফ মুক্তা, প্রাথমিক শিক্ষা রাজশাহী বিভাগের উপ-পরিচালক আবুল কালাম আজাদ।
এতে সভাপতিত্ব করেন, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার সিদ্দীক মোহাম্মাদ ইউসুফ রেজা। আর বক্তব্য রাখেন, পিটি আই সুপার আব্দুল কুদ্দুস, প্রাথমিক উপজেলা শিক্ষা অফিসার হেলাল উদ্দীন, থানা প্রাথমিক শিক্ষা অফিসার আপেল মাহমুদ, শিক্ষকদের মধ্যে বক্তব্য রাখেন,প্রধান শিক্ষক অশীষ কুমার ঘোষ, সহকারি শিক্ষক আমিনুল ইসলাম, ছানোয়ার হোসেন প্রমুখ। পরে স্কুলের শিক্ষকদের পরিবেশনায় মনোমুগ্ধকর সাংস্কৃতিক অনুষ্ঠান ও শিক্ষার্থীদের নৃত্য পরিবেশন করা হয়। অনুষ্ঠানে ১ হাজার ৫’শত শিক্ষকদের উপস্হিতি ঘটে।
Leave a Reply