কানাইঘাট প্রেস ক্লাবে মতবিনিময় সভায় ওবায়দুল্লাহ ফারুক

কানাইঘাট প্রতিনিধি :: সিলেট-৫ (কানাইঘাট-জকিগঞ্জ) আসনে ২৩দলীয় জোটের প্রার্থী জমিয়তে উলামায়ে ইসলামের কেন্দ্রীয় সহ-সভাপতি আল্লামা ওবায়দুল্লাহ ফারুক বলেছেন, দেশপ্রেমিক ও ইসলাম প্রিয় জনতা আগামী ৩০ ডিসেম্ভর তাদের মুল্যবান ভোট প্রদান করে সিলেট-৫ আসনে ধানের শীষ প্রতীককে বিজয়ী করবে। জনতার গণজোয়ার কেউ ঠেকাতে পারবে না। ধানের শীষের পক্ষে আলেম উলামা সহ সর্বস্তরের মানুষ ঐক্যবদ্ধ দাবী করে মাওলানা ওবায়দুল্লাহ ফারুক বলেন, কানাইঘাট-জকিগঞ্জে বিএনপি,জামায়াত,খেলাফত মজলিস, সহ ধর্মীয় মুল্যবোধে বিশ^াসী সকল দল ও ২৩দলীয় জোটের নেতাকর্মীরা ঐক্যবদ্ধ রয়েছেন। বিজয় ইনশা আল্লাহ আমাদের সু-নিশ্চিত। ২৩ দলীয় জোটের প্রার্থী মাওলানা ওবায়দুল্লাহ ফারুক বুধবার দিন ব্যাপী কানাইঘাটে ধানের শীষের সমর্থনে সভা সমাবেশ শেষে বিকেল ৪টায় কানাইঘাট প্রেস ক্লাব কার্যালয়ে স্থানীয় কর্মরত সাংবাদিকদের নিয়ে এক মতবিনিময় সভায় বলেন, সিলেট-৫ আসনে ২৩ দলীয় জোট ও ঐক্যফ্রন্টের প্রার্থী হওয়ার জন্য দলগত ভাবে বিএনপি, জামায়াত, ও জমিয়তে উলামায়ে ইসলামের প্রার্থীরা জোটের মনোনয়ন পাওয়ার জন্য চেষ্টা করে আসছিলেন। কিন্তু আল্লাহর মেহেরবাণীতে জোটের শীর্ষ স্থানীয় নেতৃবৃন্দ এ আসনে আমাকে জমিয়তে উলামায়ে ইসলাম থেকে ২৩ দলীয় জোটের প্রার্থী নির্বাচিত করেছেন। এখন থেকে জোটের নেতাকর্মীরা পারস্পরিক ভেদাভেদ ভুলে গিয়ে ধানের শীষ প্রতীককে বিজয়ী করার জন্য মাঠে-ময়দানে ঝাপিয়ে পড়েছেন। তিনি নির্বাচনী কর্মপরিকল্পনা তুলে ধরে বলেন, এ জনপদের মাটিতে আল্লামা মুশাহিদ বায়মপুরী (র:) সহ অসংখ্য আলেম উলামা পীর মাশায়েখের জন্ম হয়েছে, তাদের সম্মান আমাদের সবাইকে ধরে রাখতে হবে। তিনি দীর্ঘ দিন ধরে জমিয়তে উলামায়ে ইসলামের রাজনীতির সাথে জড়িত রয়েছেন উল্লেখ করে বলেন, তাঁর দাদা মাওলানা ইব্রাহিম আলী কানাইঘাট গাছবাড়ি জামিউল উলুম মাদ্রাসার প্রতিষ্ঠাতা ছিলেন এবং তাঁর পিতা মাওলানা শফিকুল হক কানাইঘাট আকুনী ক্বওমী মাদ্রাসার প্রতিষ্ঠাতা ছিলেন। তিনি ১৯৭৭ইং থেকে ঢাকার বিভিন্ন মাদ্রাসায় শিক্ষকতা করে আসছেন। বর্তমানে তিনি ঢাকা বারিধারা জামেয়া মোহাম্মদিয়া মাদ্রাসার শায়খুল হাদীস হিসাবে কর্মরত রয়েছেন। কানাইঘাট-জকিগঞ্জের মানুষের সাথে তার আত্মার সম্পর্ক রয়েছে। বিজয়ী হলে দলমতের উর্দ্ধে উঠে দূর্নীতি মুক্ত সমাজ ব্যবস্থা প্রতিষ্ঠা ও নির্বাচনী এলাকার কৃষি ক্ষেত্রে বৈপ্লবিক পরিবর্তন, নদী ভাঙ্গন প্রতিরোধ, গ্রামিণ অবকাঠামো উন্নয়ন মূলক কর্মকান্ড তরান্বিত ও ধর্মীয় আধুনিক শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তুলা, বেকারত্ব দুরীকরণে ও শিক্ষার মান উন্নয়নে এলাকায় নতুন স্কুল-কলেজ, মাদ্রাসা এবং বিভিন্ন বৃত্তি মুলক প্রতিষ্ঠান গড়ে তুলবেন। সিলেট-৫ আসনের ভোটাররা যাতে করে শান্তিপূর্ণ উৎসব মোখর পরিবেশে ভয়ভীতির উর্দ্ধে উঠে তাদের ভোটাধীকার প্রয়োগ করতে পারেন এ জন্য নির্বাচন কমিশন ও স্থানীয় প্রশাসনকে নিরপেক্ষ ভূমিকা পালনের দাবী জানান। মতবিনিময় সভায় জকিগঞ্জ-কানাইঘাট উপজেলা জমিয়তে উলামায়ে ইসলামের শীর্ষ স্থানীয় নেতৃ বৃন্দ উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এ জাতীয় আরো খবর..

ফেসবুকে আমরা