‘কেন তুমি জাতির পিতা’ গান গেয়ে শ্রোতাদের মনে ব্যাপক সাড়া ফেলেছেন স্বাধীন বাবু

শাহীন আহমদ (সিলেট) কানাইঘাট থেকেঃ ‘কেন তুমি জাতির পিতা’ এমন গান গেয়ে শ্রোতাদের মনে ব্যাপক সাড়া ফেলেছেন শিল্পী স্বাধীন বাবু। জানা যায়, তার কন্ঠ ও সুরে ‘কেন তুমি জাতির পিতা’ শিরোনামে ৮ টি গানের একক অ্যালবাম মাই সাউন্ডের ব্যানারে প্রকাশ হয়েছে। ৮ টি গানের মধ্যে ৭ টি গান শিল্পী নিজে লিখেছেন এবং অ্যালবামটির সুরকার তিনি নিজেই। ইতিমধ্যে অ্যালবামটির গানগুলো সোস্যাল মিডিয়া ও ইউটিউবে শ্রোতাদের মনে ব্যাপক সাড়া ফেলে ৮টি গান বেশ জনপ্রিয় হয়ে উঠেছে। ‘কেন তুমি জাতির পিতা’ শিরোনামের কারণ জানতে চাইলে তিনি বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আমার খুব প্রিয় ব্যক্তি। যার কারণে স্বাধীন বাংলাদেশ পেয়েছি। তাই উনার সম্মানে আমার ক্ষুদ্র এই প্রচেষ্টা। আশা করি সর্বমহলের প্রিয় হবে এ অ্যালবামের গানগুলো। ১৯৮৪ সালে ২৪ মে যশোর জেলার বেজাপাড়া মাহফুজ সড়কে এলাকায় পৈত্রিক বাড়িতে তিনি জন্ম গ্রহণ করেন। ধীরে ধীরে বেজপাড়ার বাড়িতেই বড় হয়ে প্রাথমিক, মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পর্যন্ত নিজ শহরেই লেখাপড়া শেষ করেন। প্রতিবেদকের সাথে কথা হলে শিল্পী স্বাধীন বাবু জানান, ২০০৯ সালে তার সুর ও কন্ঠে বাংলাদেশ টেলিভিশনে লাল সবুজ নাটকে প্রথম একটি গান প্রকাশ পায়। ২০১০ সালে ডঃ মনিরুজ্জামান পদক জনপ্রিয় গীতিকার রফিকুজ্জামানের কাছ থেকে গ্রহণ করেন। তিনি ইতিমধ্যে বাংলাদেশ বেতার ও টেলিভিশনের তালিকা ভুক্তও হয়েছেন। ২০১৪ তে তার সুর ও কন্ঠে বঙ্গবন্ধুকে নিয়ে গাওয়া গান মোহনা টেলিভিশন ও চ্যানেল নাইন ও মাইটিভিতে প্রচারিত হয়। তিনি যশোর সহ প্রায় ১৩ টি জেলার গীতি-কবিদের ৩৬০ টি গানেও সুর দিয়েছেন। তার রেকড কৃত গানের সংখ্যা এপর্যন্ত ২৩ টি এবং আরো নতুন গানের কাজ চলছে। তার গান গুলি গীতিকবিতা গ্রুপ বাউল মিডিয়া ০৭ ও ইউটিউব চ্যানেল বাউল টিভি ০৭ এর মাধ্যমে শ্রোতাদের মনে ব্যাপক সাড়া ফেলেছে। স্বাধীন বাবু জনপ্রিয় অনলাইন কবিতা গ্রুপ সাহিত্য কথা এর সাধারণ সম্পাদকের দায়িত্বেও রয়েছেন। তিনি ছোট বেলা থেকেই সংগীত প্রেমি ছিলেন, তার সাধনা ও শ্রম তাকে এপর্যন্ত নিয়ে এসেছে। শিল্পী স্বাধীন বাবু শ্রোতাদের ভালবাসা নিয়ে সঙ্গীতাঙ্গণে বেচেঁ থাকতে চান। তিনি সকলের আর্শিবাদ ও ভালবাসা প্রত্যাশী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এ জাতীয় আরো খবর..

ফেসবুকে আমরা