গাইবান্ধায় তৃতীয় দিনের মতো দূরপাল্লার বাস চলাচল বন্ধ

ছাদেকুল ইসলাম রুবেল,গাইবান্ধা প্রতিনিধি:: গাইবান্ধায় দূরপাল্লার সব বাস চলাচল তৃতীয় দিনেও বন্ধ রয়েছে। তবে টার্মিনাল থেকে অভ্যন্তরীণ সকল রুটের বাস চলাচল করছে।

শ্রমিক ইউনিয়ন থেকে অতিরিক্ত চাঁদা আদায়ের অভিযোগে শনিবার (৬ জুলাই) সকাল থেকে জেলার সকল দূরপাল্লার বাস বন্ধ করে দেয় জেলা মোটর মালিক সমিতি। সোমবার (৮ জুলাই) সকাল থেকে কোথাও দূরপাল্লার বাস ছেড়ে যায়নি। টার্মিনালে গিয়ে দেখা যায়, দূরপাল্লার বাসগুলো সারিবদ্ধ অবস্থায় দাঁড়িয়ে আছে। ফলে যাত্রীদের চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে।

বাস মালিকের অভিযোগ, মালিক সমিতির নামে গাইবান্ধা শ্রমিক ইউনিয়ন প্রতিটি চেয়ারকোচ বাস থেকে ৩৬০ আদায় করার কথা ছিল, কিন্তু তারা ৪৪০ টাকা করে বাস চালকদের কাছ থেকে আদায় করছে। বাস মালিকরা অতিরিক্ত চাঁদা দিতে রাজি নয়। এ কারণে জেলা থেকে সকল দূপাল্লার বাস চলাচল বন্ধ রেখেছেন তারা।

তবে কবে এই দূরপাল্লার বাস চলাচল করবে তা কেহ নিশ্চিত করে বলতে পারছে না।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এ জাতীয় আরো খবর..

ফেসবুকে আমরা