নবীগঞ্জে করোনা সংকটে ও মাহে রমজানকে সামনে রেখে শতাধিক পরিবারের মধ্যে ত্রাণ বিতরণ

নবীগঞ্জ (হবিগঞ্জ) প্রতিনিধিঃ করোনা সংকটে ও পবিত্র মাহে রমজানকে সামনে রেখে নবীগঞ্জ উপজেলার দীঘলবাক ইউনিয়নের বহরমপুর গ্রামের কৃতি সন্তান যুক্তরাজ্য প্রবাসী বিশিষ্ট সমাজ সেবক আব্দুল আজিজ ও আব্দুল ওয়াদুদ এর পরিবারের পক্ষথেকে কারখানা ও বহরমপুর গ্রামের অসহায় ,দিন মজুর ও নিম্নবিত্ত কর্মহীন ১শ পরিবারের মধ্যে মঙ্গলবার সকাল ১০টায় ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়।ব্যতিক্রমধর্মী উদ্যোগে ত্রাণ সামগ্রী সুবিধাভোগীদের কারো ছবি তোলা হয়নি । তবে সামাজিক দুরত্ব বজায় রেখে শান্তি শৃঙ্খলা ভাবে ত্রাণ সামগ্রী বিতরণ অনুষ্ঠানটি সুস্টভাবে সম্পন্ন হয়। উক্ত ত্রাণ সামগ্রীতে রয়েছে ,৪ কেজি চাল ,১কেজি ডাল,৩কেজি পিয়াজ,৫ গ্রাম গুড়ো দুধ,মোটরসুটি,১ কেজি চিনি,১ কেজি লবন ,১ কেজি মশুরী ডাল,১ কেজি খেজুর,১ কেজি সেমাই ,আলু 2কেজি ও সোয়াবিন তৈল ২লিটার ,ময়দা ২ কেজি ,চানার ডাল ১ কেজি সহ ৫ পুরণ মসলা ,ও রয়েছে ।সুন্দর ও সুস্টভাবে বন্টনের দায়িত্বে সার্বিক সহযোগিতা করেন যুক্তরাজ্য প্রবাসী মো: আব্দুল হাই ও তরুণ সমাজ সেবক আব্দুল বাহার।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এ জাতীয় আরো খবর..

ফেসবুকে আমরা