নোয়াখালীতে করোনায় ওসিসহ ৬২ জন আক্রান্ত-লকডাউন না মানায় জরিমানা

নবীন, নোয়াখালী প্রতিনিধিঃ নোয়াখালীতে করোনা ভাইরাসে সোনাইমুড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাসহ আরও ৬২ জন নতুন করে আক্রান্ত হয়েছে। এনিয়ে জেলায় মোট আক্রান্ত -১৪৩৮ জন, মৃত্যু-৩৬ জন ও সুস্থ হয়েছেন ৪৭২ জন। মঙ্গলবার ১৬ই জুন বিষয়টি মুঠোফোনে নিশ্চিত করেছেন বিদায়ী জেলা সিভিল সার্জন মোমিনুর রহমান । তিনি বলেন, গত ১৩ ও ১৪ই জুন তাদের শরীরের নমুনা সংগ্রহ করে পরীক্ষা জন্য আব্দুল মালেক উকিল মেডিকেল কলেজে ও নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (নোবিপ্রবি) করোনা ল্যবে পাঠানো হয়। পরে ১৫ই জুন রাতে তাদের রিপোর্ট আসলে তাতে করোনা পজিটিভ আসে। আক্রান্তদের মধ্যে বিভিন্ন শ্রেনী পেশার মানুষ রয়েছেন। তাদের মধ্যে ৪১ জনকে মাইজদী শহীদ ভুলু স্টেডিয়ামে অস্থায়ী করোনা ভাইরাস হাসপাতালের আইসোলেশনে রাখা হয়েছে। ৮৮৯ জন নিজ নিজ বাড়ীতে চিকিৎসা সেবা নিচ্ছেন। করোনার রেডজোন নোয়াখালীর সদর ও বেগমগঞ্জ উপজেলায় লকডাউন চলছে। লকডাউনে না মেনে দোকান খোলা রাখায় ও অবাধে ঘোরাফেরা করার অপরাধে ২৩ জন ব্যক্তি (১৪টি প্রতিষ্ঠান) এছাড়া গাড়ী নিয়ে চলাচল করায় ৯টি সিএনজি, ৭টি অটোরিক্সাকে সর্বমোট ৫৮৩০০ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। করোনা ভাইরাসের সংক্রমণ ও মৃত্যু বেড়ে যাওয়ায় নোয়াখালী জেলা প্রশাসন দুইটি উপজেলা সদর ও বেগমগঞ্জে ৯ই জুন থেকে ২৩শে জুন পর্যন্ত লকডাউন ঘোষনা দিয়ে গনবিজ্ঞপ্তি প্রকাশ করে। এছাডা জেলা প্রশাসন আজ ১৬ই জুন সকাল থেকে ৩০শে জুন পর্যন্ত কোম্পানীগঞ্জ উপজেলাকে দ্বিতীয় দফায় লকডাউন ঘোষনা করে । আজ থেকে নোয়াখালীর ৩টি উপজেলায় লকডাউন চলবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এ জাতীয় আরো খবর..

ফেসবুকে আমরা