নোয়াখালীতে শীতে আক্রান্ত শিশুরা ,১৬২ শিশুকে হাসপাতালে ভর্তি

 নোয়াখালী থেকে নবীন : নোয়াখালীতে শীতের তীব্রতায় শিশুদের শীতজনিত রোগ দেখা দিয়েছে। জেলা সদর হাসপাতালে সর্দি, কাশি, শ্বাসতন্ত্রসহ ঠাণ্ডাজনিত বিভিন্ন রোগে আক্রান্ত শিশুদের সংখ্যা বেড়েই চলেছে। প্রতিদিন গড়ে ১৮ ধেতে ২০ জন শিশু হাসপাতালে ভর্তি করা হচ্ছে । শনিবার সকাল ৮টা থেকে দুপুর ১ টা পর্যন্ত ১১ শিশু ভর্তি হয়েছে বলে জানান হাসপাতাল কর্তৃপক্ষ।

এ নিয়ে গত ১১ দিনে ১৬২ শিশু ভর্তি হয়েছে জেলা সদর হাসপাতালে । বর্তমানে ভর্তি আছে ৭০ শিশু। শীতজনিত রোগে আক্রান্ত শিশুদের বাড়তি চাপ সামালাতে না পেরে অনেকেই চিকিৎসা নিতে ২৫০ শয্যা নোয়াখালী জেনারেল হাসপাতালের মেঝেতে অবস্থান করছে । রাত-দিন ২৪ ঘণ্টাই হাসপাতালের শিশু ওয়ার্ডে ভর্তি রোগীদের পাশাপাশি জরুরি বিভাগ ও বহির্বিভাগে আক্রান্ত শিশুদের চিকিৎসা সেবা দেয়া হচ্ছে।

হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক মাসুদুর রহমান জানান, শীতজনিত কারণে শ্বাসতন্ত্রের সংক্রমন ও এলার্জিজনিত সমস্যায় শিশুদেরকে সময় মতো চিকিৎসকের কাছে না আনার কারণে অনেকের সমস্যা জটিল আকার ধারণ করছে। আমাদের কাছে যারাই আসছে আমরা প্রয়োজনীয় ব্যাবস্থা গ্রহন করছি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এ জাতীয় আরো খবর..

ফেসবুকে আমরা