নোয়াখালী থেকে নবীন:: দেশের ৬৪টি জেলার খাল, জলাশয় ও নদী পুন:খনন প্রকল্পের অধিনে নোয়াখালীতে ৩৮ কিলোমিটার খাল পুন:খনন কাজের উদ্বোধন করা হয়েছে।
বুধবার দুপুরে জেলার কবিরহাট উপজেলার নরোত্তমপুর ইউনিয়নের গাজীরবাগ খাল পুন:খননের মধ্য দিয়ে প্রকল্পের উদ্বোধন করেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) আবদুর রউফ মন্ডল। এ সময় এক সংক্ষিপ্ত আলোচনার আয়োজন করেন জেলা পানি উন্নয়ন বোর্ড। এতে সভাপতিত্ব করেন পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ নাছির উদ্দিন।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন, নরোত্তমপুর ইউপি চেয়ারম্যান সিরাজুল ইসলাম, বাটইয়া ইউপি চেয়ারম্যান মিজানুর রহমান। নির্বাহী প্রকৌশলী নাছির উদ্দিন বলেন, ‘৬৪টি জেলার খাল, জলাশয় ও নদী পুন:খনন প্রকল্প (প্রথম পর্যায়)’ প্রকল্পের অধীন জেলার মোট ৩৮ কিলোমিটার খাল পুন:খনন হবে। এর প্রাক্কলন ব্যয় ধরা হয়েছে ৬ কোটি টাকা। পর্যায় ক্রমে জেলার সকল খাল পুন:খননের আওতায় আনা হবে। এতে জলাবদ্ধতার নিরসনের পাশাপাশি কৃষি আবাদ ও মাছ চাষ বাড়বে।
Leave a Reply