নোয়াখালীর কবিরহাটে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বাবা-ছেলের মর্মান্তিক মৃত্যু

নোয়াখালী থেকে নবীন::পল্লি বিদ্যুতের গাফিলতি তে নোয়াখালীর কবিরহাট উপজেলার নরোত্তমপুর ইউনিয়নের ফলাহারি গ্রামে সন্ধ্যা ৮ টায় পল্লী বিদ্যুতের খুটির টানা তারের সাথে জড়িয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বাবা ও ছেলে মৃত্যু বরণ করেছে।

নিহতরা হলেন, একই এলাকার মো. সালাউদ্দিন (৪৫) এবং তার ছেলে সোহরাব (১২)। করম বক্স উচ্চ বিদ্যালয়ের ৭ম শ্রেনীর ছাত্র।

কবিরহাট পৌরসভার মেয়র জহিরুল হক রায়হান খবর পেয়ে ঘটনাস্থলে যান। তিনি জানান, সোমবার সন্ধ্যা ৮ টায় মো. সালাউদ্দিন এবং ছেলে সোহরাব তাদের জমিতে পানি সেচ দিতে গিয়ে পল্লী বিদ্যুতের খুটির টানা তারের স্পর্শে আসলে মো. সালাউদ্দিন বিদ্যুতায়িত হয়ে ছটফট শুরু করলে, ছেলে সোহরাব বাবাকে বাঁচাতে গিয়ে একই অবস্থার শিকার হয়ে দুজনই ঘটনাস্থলে মারা যান।

উল্লেখ্য, পল্লী বিদ্যুতের নতুন সংযোগ দেয়া তারের সাথে টানা তারের সংযোগ থাকার কারনে এ দূর্ঘটনা ঘটে।

কবিরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মির্জা হাসান জানান, খবর পেয়ে তারা ঘটনাস্থলে গিয়ে মাইজদি ফায়ার ষ্টেশন থেকে উদ্ধারকারী দল এনে লাশ উদ্ধার করে। তিনি আরো জানান, পরিবারের আপত্তি না থাকায় লাশ ময়নাতদন্তবিহীন স্বজনদের কাছে হস্তান্তর করেন।

পল্লি বিদ্যুতের গাফিলতির বিষয়ে জানতে চাইলে পল্লি বিদ্যুতের কবির হাট জোনের ডিজিএম গোপাল চন্দ্র শীল জানান, এ বিষয়ে ৩ সদস্যের একটি তদন্ত টীম গঠন করা হয়েছে। গাফিলতির বিষয়ে তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এ জাতীয় আরো খবর..

ফেসবুকে আমরা