বরগুনা জেলা কারাগারের জেলার কানাইঘাটের মঈন আর নেই

কানাইঘাট প্রতিনিধি ঃ সিলেট কেন্দ্রীয় কারাগারের সাবেক জেলার বর্তমানে বরগুনা জেলা কারগারের জেলার মোহাম্মদ মাসুদ পারভেজ মঈন হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মারা গেছেন। ইন্নানিল্লাহি—–রাজিউন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৪৬ বৎসর। তিনি দুই স্ত্রী ও দুই ছেলে সহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। জেলার মঈনের বাড়ী কানাইঘাট উপজেলার বাণীগ্রাম ইউপির নিজ বাউরবাগ পূর্ব (লামাপাড়া) গ্রামে। তিনি গ্রামের ছয়াব আলীর পুত্র। জানা যায়, পারিবারিক কাজে বরগুনা জেলা কারাগারের জেলার মাসুদ পারভেজ মঈন গতকাল মঙ্গলবার নিজ বাড়ীতে আসেন। সন্ধ্যার দিকে বুকে ব্যথা জনিত কারনে তিনি কিছুটা অসুস্থ হয়ে পড়লে তাকে সিলেটের ইবনেসিনা হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকগণ তার অবস্থা আশংকাজনক হওয়ায় আইসিইউতে ভর্তি করেন। একপর্যায়ে তার শারীরিক অবস্থার অবনতি হলে গতকাল বুধবার সকাল সাড়ে ১০টার দিকে সিলেট থেকে একটি এয়ার এ্যাম্বুলেন্সে করে জেলার মঈনকে ঢাকা ইউনাইটেড হাসপাতালে সকাল সোয়া ১১টার দিকে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসকগণ তাকে মৃত ঘোষণা করেন বলে জেলার মঈনের নিকটাত্মীয় কানাইঘাট উপজেলা সমবায় অফিসার জামাল উদ্দিন জানিয়েছেন। তিনি আরো জানান, জেলার মাসুদ পারভেজ মঈনের লাশ সিলেটে নিয়ে আসা হচ্ছে। সিলেটের একটি ক্লিনিকে তার লাশ হিমাগারা রাখা হবে এবং আজ বৃহস্পতিবার সকাল ১১টায় নিজ গ্রামে তার জানাজার নামাজ সম্পন্ন করার পর পারিবারিক কবরস্থানে দাফন করা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এ জাতীয় আরো খবর..

ফেসবুকে আমরা