সিরাজগঞ্জ জেলা অভিবাসন ফোরামের বার্ষিক কর্মশালা অনুষ্ঠিত

রেজাউল করিম সিরাজগঞ্জ প্রতিনিধিঃ ” জেনে শুনে করলে গমন, “নিরাপদ হবে প্রবাস জীবন” -এই শ্লোগানকে ধারন করে এসোসিয়েশন ফর কম্যুনিটি ডেভেলপমেন্ট  (এসিডি) ও সহোযোগিতায় আর্ন্তজাতিক অভিবাসন সংস্হা (আই ও এম) এর  সিরাজগঞ্জ জেলা অভিবাসন ফোরামের বার্ষিক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার সকালে শহরের এম,এ মতিন সড়কস্হ জেলা কর্মসংস্হান ও জনশক্তি অফিসে জেলা কর্মসংস্হান ও জনশক্তি অফিসের  সহকারী পরিচালক মুহাম্মদ আনোয়ার হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে কর্মশালায় বক্তব্য রাখেন, প্রবাসী কল্যাণ ব্যাংক ব্যবস্হাপক আখলাকুর রহমান, এসিডি’র প্রকল্প সমন্বয়ক কারী আব্দুল জলিল খান, কর্মসংস্হান ও জন শক্তি অফিসের কাউন্সিলর মতিউর রহমান, জনসংখ্যা জরিপ অফিসার আব্দুল মান্নান , ব্র্যাক  মাইগ্রেশন প্রোগামের আর এস সি ম্যানেজার আব্দুল মাজেদ প্রমুখ। অনুষ্ঠানে, বিদেশ যাওয়া ও ফেরত অভিবাসীদের পুনরেকত্রী করন সহায়তা প্রদান প্রসংঙ্গে সচেতনতামুলক আলোচনা করা হয়েছে।

এসময় কর্মশালায়  বিদেশ যেতে ইচ্ছুক,  ফেরতগামী  কয়েক জন উপস্হিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এ জাতীয় আরো খবর..

ফেসবুকে আমরা