৭৫ এর খুনিদের রক্তের নেশা এখনও শেষ হয়নি- এমপি মিলাদ গাজী 

নবীগঞ্জ ( হবিগঞ্জ) থেকে নিজস্ব সংবাদদাতা :
হবিগঞ্জ-১ আসনের সংসদ সদস্য ও বাংলাদেশ রেলওয়ে মন্ত্রণালয় সম্পর্কিত  স্থায়ী কমিটির সদস্য গাজী মোহাম্মদ শাহনওয়াজ (মিলাদ গাজী) এমপি বলেছেন,একাত্তরের স্বাধীনতা বিরোধী
বিএনপি-জামায়াত বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলাকে  অস্থিতিশীল  রাষ্ট্রে পরিণত করতে চায়।  এরা দেশ ও জাতির শত্রু। এরা এখনো রাষ্ট্রের ক্ষতি করার জন্য বিভিন্ন ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। 
 
বৃহস্পতিবার (২৪ আগষ্ট)  বিকেলে হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার দেবপাড়া বাজারে দেবপাড়া ইউনিয়ন আওয়ামী লীগ ও সহযোগী সংগঠন আয়োজিত জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠানে  প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।
 
এমপি মিলাদ গাজী আরও বলেন, স্বাধীনতাবিরোধীরা এখনো তাদের হত্যার রাজনীতির নেশা থেকে বেরিয়ে আসতে পারেনি। তারা কখনো চায়না দেশ উন্নত হোক। তারা সবসময় মানুষ হত্যা করে ক্ষমতায় যেতে চায়। তাদের শুধু একটাই নেশা যে তারা কিভাবে ক্ষমতায় যাবে। তারা হরতাল-অবরোধের নাম দিয়ে আগুন সন্ত্রাস, পেট্রোল বোমা মেরে বহু মানুষকে হত্যা করেছে। ৭৫ এর খুনিদের রক্তের নেশা এখনও শেষ হয়নি।  এদের প্রতিহত করতে সবাইকে একযোগে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে।
 
দেবপাড়া ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আব্দুল মুহিত চৌধুরীর সভাপতিত্বে ও ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক মুহিবুর রহমান রুকুতের সঞ্চালনায় এসময়  বিশেষ অতিথি হিসেবে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন নবীগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সভাপতি গিয়াস উদ্দিন আহমেদ, সাধারণ সম্পাদক এডভোকেট গতি গোবিন্দ দাশ, যুগ্ম সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের হেলাল, সাংগঠনিক সম্পাদক মোস্তাক আহমেদ মিলু, সাবেক সাধারণ সম্পাদক আবু সিদ্দিক, উপজেলা কৃষকলাীগের সভাপতি আব্দুল মুকিত চৌধুরী।
 
এসময় আরও উপস্থিত ছিলেন,দেবপাড়া ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ফজলুল করিম, সাংগঠনিক সম্পাদক রবীন্দ্র পাল, বঙ্গবন্ধু পরিষদ নবীগঞ্জ উপজেলা শাখার সভাপতি দুলাল চৌধুরী, দেবপাড়া ইউনিয়ন পরিষদের সদস্য আব্দুল মুকিত,দেবপাড়া ইউনিয়নের ৮নং ওয়ার্ড আওয়ামীলীগের  সভাপতি সদর মিয়া, সাধারণ সম্পাদক শিবলু মিয়া, বাহুবল উপজেলা যুবলীগ নেতা হুমায়ুন রশীদ জাবেদ,হবিগঞ্জ জেলা ছাত্রলীগের সহ -সভাপতি সুজন আখঞ্জি  সহ উপজেলা, ইউনিয়ন ও ওয়ার্ড আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবকলীগ ও কৃষক লীগের প্রমুখ নেতাকর্মীবৃন্দ, ইউনিয়ন পরিষদের সদস্যবৃন্দ সহ স্থানীয় গনমান্য ব্যক্তিবর্গ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এ জাতীয় আরো খবর..

ফেসবুকে আমরা