জগন্নাথপুর(সুনামগঞ্জ)প্রতিনিধি::সুনামগঞ্জের জগন্নাথপুরে পূর্ব বিরোধের জের ধরে মঙ্গলবার (২২ মে) বিকাল সাড়ে টার সময় দু’পক্ষের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষে ১০ জন আহত হয়েছে।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়,পৌর শহরের ইকড়ছই গ্রামের মৃত হারিছ উল্লাহর ছেলে তদরিছ আলী (৫৫) ও পূর্ব ভবানীপুরের হাফিজ আব্দুল হাই এর ছেলে জালাল উদ্দিন(৫০) এর মধ্যে পৌরশহরের পারুয়া বাড়ী নামক স্থানে মাছ ধরাকে কেন্দ্র করে সংঘর্ষ সৃষ্টি হয়।
সংঘর্ষে তদরিছ আলীর পক্ষের আহতরা হলেন, হাজী আফতাব আলীর ছেলে আকমল (৩০), তদরিছ আলীর ছেলে কামরান (২০), মৃত হারিছ উল্লাহর ছেলে আক্কিছ আলী(৪০) ও তদরিছ আলী (৫৫) জালাল উদ্দীনের পক্ষে আহতরা হলেন,জালাল উদ্দীন (৫০) ও তার ছেলে মুকাররম(২২), মুত্তাকিন(৯), মর্তুজ আলীর মেয়ে রিমা বেগম(১৬) ও মর্তুজ আলীর স্ত্রী শামীমা আক্তার (৩০)। সংঘর্ষে আহতদের জগন্নাথপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে।
এ ব্যাপারে জগন্নাথপুর থানার ওসি হারুনুর রশিদ চৌধুরীর সাথে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি জানান, সংঘর্ষে ব্যাপারে একটি অভিযোগ পেয়েছি। তদন্ত করে দেখা হবে।