রেজাউল করিম সিরাজগঞ্জ প্রতিনিধি:: সিরাজগঞ্জের বেলকুচি ডিগ্রি কলেজের মাঠ প্রাঙ্গনে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেসা মুজিব গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ছাত্র– ছাত্রীদের ফুটবল টুর্নামেন্ট – ২০১৮ এর ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।
উক্ত ফাইনাল খেলায় বালিকা পর্যায়ে মুলকান্দি সরকারী প্রাথমিক বিদ্যালয়ের বালিকা একাদশ ও বাঁনিয়াগাঁতী সরকারী প্রাথমিক বিদ্যালয়ের বালিক একাদশ অংশগ্রহন করে এবং বালক পর্যায়ে মুলকান্দি বারপাখিয়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের বালক একাদশ এবং সুবর্ণসাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের বালক একাদশ অংশ গ্রহন করে।
খেলা দুটিতে বালিকা পর্যায়ে মুলকান্দি সরকারী প্রাথমিক বিদ্যালয়ের বালিকা একাদশ জয়লাভ করে। বালক পর্যায়ে সুবর্ণসাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের বালক একাদশ জয়লাভ করে। খেলায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে উপভোগ করেন এবং অংশগ্রহনকারী দলগুলোর হাতে পুরস্কার তুলে দেন সিরাজগঞ্জ–৫ (বেলকুচি – চৌহালী) আসনের সংসদ সদস্য আলহাজ আব্দুল মজিদ মন্ডল।
এসময় আরো উপস্থিত ছিলেন, বেলকুচি উপজেলা নির্বাহী অফিসার ওলিউজ্জামান,উপজেলা পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ আলী আকন্দ, বেলকুচি থানার সার্কেল এসপি রেজা সরোয়ার, বেলকুচি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আব্দুর রাজ্জাক,উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক ফজলুল হক সরকার, বেলকুচি থানার তদন্ত ওসি নূরে আলম,ভাইস চেয়ারম্যান আরিফুল ইসলাম সোহেল,মহিলা ভাইস চেয়ারম্যান সুলতানা রাজিয়া মিলন,
বেলকুচি প্রেসক্লাবের সভাপতি আলহাজ্ব গাজী সাইদুর রহমান, মন্ডল গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক ও এনায়েতপুর থানা আ’লীগের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক আব্দুল মোমিন মন্ডল, বেলকুচি কলেজের অধ্যক্ষ মোস্তাফিজুর রহমান, উপজেলা যুবলীগের আহব্বায়ক সাজ্জাদুল হক রেজা প্রমূখ।