ছাদেকুল ইসলাম রুবেল,গাইবান্ধা প্রতিনিধিঃগাইবান্ধা সদর উপজেলার কামারজানীতে ব্রহ্মপুত্র নদে নিখোঁজ হওয়া কিশোর নিলয় এর লাশ ২৫ ঘন্টা পর উদ্ধার করা হয়েছে। শুক্রবার বিকালে মরদেহ উদ্ধার করে ডুবুররি দল।
বৃহস্পতিবার দুপুরে কামারজানি ইউনিয়নের কাউন্সিলের বাজার এলাকাযর ব্রহ্মপুত্র নদে থেকে নিলয়(৭) নিখোঁজ হয়। নিহত নিলয় গো-ঘাট গ্রামের রেজাউল করিমের ছেলে। সে কামারজানি মার্চেন্ট স্কুলের ছাত্র ছিল।
গাইবান্ধা ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার বখতিয়ার উদ্দিন এ তথ্য নিশ্চিত করে জানান, ফায়ার সার্ভিসের ডুবুরি দল শুক্রবার তার মরদেহ উদ্ধার করে।