সংবাদদাতা:নবীগঞ্জে মটর সাইকেল দুর্ঘটনায় সুজন মিয়া (৫০) নামে এক মটর সাইকেল আরোহী নিহত হয়েছেন।নিহত সুজন বরকতপুর গ্রামের মৃত আব্দুল মন্নাফের ছেলে। বুধবার সকালে নবীগঞ্জ-আউশকান্দি সড়কের ছালামতপুর নামকস্থানে দুর্ঘনাটি ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার সদর ইউনিয়নের বরকতপুর গ্রামের মৃত আব্দুল মন্নাফের ছেলে পশু চিকিৎসক সুজন মিয়া (৫০) সকাল সাড়ে ৯টায় বাড়ি থেকে মোটরসাইকেল যোগে শহরে আসার পথে ছালামতপুর নামকস্থানে পৌছলে বিপরীত দিক থেকে আসা দ্রুতগামী একটি যাত্রীবাহী বাস তাকে চাপা দেয়। এ সময় মোটরসাইকেল চালক সুজন মিয়া ও সাইকেল আরোহী আজিজুল হক আহত হয়।
স্থানীয় লোকজন তাদেরকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক সুজন মিয়াকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। অপর আহত আজিজুলকে নবীগঞ্জ হাসপাতালে ভর্তি করেন।
সিলেট ওসমানী মেডিকেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সুজন মিয়া মৃত্যু হয়।