হবিগঞ্জ প্রতিনিধি ॥ হবিগঞ্জের আজমিরীগঞ্জে সরকারের খাদ্য বান্দব কর্মসূচি ১০ টাকা কেজি চাল কালোবাজারে বিক্রিকালে এক ব্যক্তিকে আটক করা হয়েছে। এ সময় তাকে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে ১ মাসের কারাদন্ড দেয়া হয়েছে। আটককৃত হলো শিবপাশা-যশকেশরী গ্রামের রুকু মিয়া (৫৫)। এ সময় তার কাছ থেকে ৩ হাজার ৮৩০ কেজি চাল উদ্ধার করা হয়।
ভ্রাম্যমান আদালত সূত্রে জানা যায়, সোমবার সন্ধ্যায় উপজেলার শিবপাশা চৌধুরী বাজারে একটি গুদামের ভিতর সরকারের খাদ্য বান্দব কর্মসূচি সরকারি ১০ টাকা কেজি চালের বস্তা পরিবর্তন কওে রুকু মিয়া অন্য বস্তায় চাল প্যাকেটিং করে কালো বাজারে বিক্রি করার প্রস্তুতি নিয়েছিলেন । এ সময় তাকে আটক করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা তাকে জিজ্ঞাসাবাদ করলে তিনি জানান, চালগুলো কার্ডধারীদের কাছ থেকে ক্রয় করেছেন। এ সময় আটককৃত রুকু মিয়া তার অপরাধ স্বীকার করেন। পরে ভ্রাম্যমান আদালত বসিয়ে তাকে ১ মাসের কারাদন্ড প্রদান করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা মতিউর রহমান খান সত্যতা নিশ্চিত করেছেন।