সিলেটের আখালিয়ায় ইউরোপ, আমেরিকার প্রকল্পের আদলে পরিকল্পিত ছইফা টাওয়ার…
আপনি কি নিরাপদ,নিরিবিলি পরিবেশে রেডি ফ্ল্যাট খুঁজছেন..? তাহলে আজই চলে আসুন Soifa Tower আখালিয়া,সিলেট৷
অতি সাশ্রয়ী মূল্যে সিলেট নগরীর আখালিয়া সোনালী আবাসিক এলাকার (যোগী পাড়ায়)আপনার সেই স্বপ্নের আলীশান রেডি ফ্ল্যাট কিনুন৷ অতি সু দক্ষ ও অভিজ্ঞ প্রকৌশলী ও স্থপতিদের পরামর্শের ভিত্তিতে এবং ইউরোপ, আমেরিকার প্রকল্পের আদলে পরিকল্পিত এ নগর প্রকল্প Soifa tower
Soifa tower
এতে কিছু সংখ্যক রেডি ফ্ল্যাট রয়েছে যা ইউটিলিটি সুবিধা-সহ এখনই বসবাসের উপযোগী ও কার্যক্রম চলমান এবং প্রকল্পের আশে পাশে বাণিজ্যিক ব্যাংক, বীমা সহ মার্কেটিং এর সু ব্যবস্থা রয়েছে৷
* Soifa tower নির্মানাধীন ৬ তলা বহুতলা অ্যাপার্টমেন্ট বিল্ডিং, যেখানে থাকছে লিফট পার্কিং, সার্বক্ষণিক নিরবচ্ছিন্ন বিদ্যুৎ
সুব্যবস্থা সহ অত্যাধুনিক সুযোগ সুবিধা এই আবাসিক স্মার্ট অ্যাপার্টমেন্ট।
* Soifa tower এর পাশেই রয়েছে শিশুদের খেলাধুলার জন্য দৃষ্টিন্দন বিশাল মাঠ
* সিলেট মহানগরীর শাহ্ জালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ব বিদ্যালয় ও মাউন্ট এডোরা হসপিটাল সহ সরকারী বেসরকারি মেডিকেল এলাকার খুবই নিকটবর্তী আমাদের… Soifa tower এর অবস্থান।
* Soifa tower এতে রয়েছে সিলেটের চারদিক থেকে যাতায়াতের সুব্যবস্থা এবং সরকারী রাস্তাসহ নিজস্ব রাস্তায় সরাসরি সংযুক্ত।
* Soifa tower এর সন্নিকটে থাকছে আন্তর্জাতিক মানের মেডিক্যাল কলেজ ও হাসপাতাল, বিশ্ববিদ্যালয় সহ উন্নত মানের সুযোগ সুবিধা৷ তাই দেরি না আজই আপনার স্বপ্নের ফ্ল্যাটের গর্বিত মালিক হউন৷ তাই অনতি বিলম্ব যোগাযোগের জন্য আহ্বান জানানো যাচ্ছে৷ আসাদ মিয়া, ইউ,কে 00447534 041785.এম.মুজিবর রহমান.01715927981.মো: শিবরুল আমীন.01827499784
নিম্ন উল্লেখিত মোবাইল নাম্বারে যোগাযোগ করে অতি সাশ্রয়ী মূল্যে আপনার ফ্ল্যাটের গর্বিত মালিক হউন৷
Leave a Reply