সিলেটের আখালিয়ায় ইউরোপ, আমেরিকার প্রকল্পের আদলে পরিকল্পিত ছইফা টাওয়ার…


সিলেটের আখালিয়ায় ইউরোপ, আমেরিকার প্রকল্পের আদলে পরিকল্পিত ছইফা টাওয়ার…

আপনি কি নিরাপদ,নিরিবিলি পরিবেশে রেডি ফ্ল্যাট খুঁজছেন..? তাহলে আজই চলে আসুন Soifa Tower আখালিয়া,সিলেট৷

অতি সাশ্রয়ী মূল্যে সিলেট নগরীর আখালিয়া সোনালী আবাসিক এলাকার (যোগী পাড়ায়)আপনার সেই স্বপ্নের আলীশান রেডি ফ্ল্যাট কিনুন৷ অতি সু দক্ষ ও অভিজ্ঞ প্রকৌশলী ও স্থপতিদের পরামর্শের ভিত্তিতে এবং ইউরোপ, আমেরিকার প্রকল্পের আদলে পরিকল্পিত এ নগর প্রকল্প Soifa tower

Soifa tower
এতে কিছু সংখ্যক রেডি ফ্ল্যাট রয়েছে যা ইউটিলিটি সুবিধা-সহ এখনই বসবাসের উপযোগী ও কার্যক্রম চলমান এবং প্রকল্পের আশে পাশে বাণিজ্যিক ব্যাংক, বীমা সহ মার্কেটিং এর সু ব্যবস্থা রয়েছে৷

* Soifa tower নির্মানাধীন ৬ তলা বহুতলা অ্যাপার্টমেন্ট বিল্ডিং, যেখানে থাকছে লিফট পার্কিং, সার্বক্ষণিক নিরবচ্ছিন্ন বিদ্যুৎ
সুব্যবস্থা সহ অত্যাধুনিক সুযোগ সুবিধা এই আবাসিক স্মার্ট অ্যাপার্টমেন্ট।
* Soifa tower এর পাশেই রয়েছে শিশুদের খেলাধুলার জন্য দৃষ্টিন্দন বিশাল মাঠ

* সিলেট মহানগরীর শাহ্ জালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ব বিদ্যালয় ও মাউন্ট এডোরা হসপিটাল সহ সরকারী বেসরকারি মেডিকেল এলাকার খুবই নিকটবর্তী আমাদের… Soifa tower এর অবস্থান।

* Soifa tower এতে রয়েছে সিলেটের চারদিক থেকে যাতায়াতের সুব্যবস্থা এবং সরকারী রাস্তাসহ নিজস্ব রাস্তায় সরাসরি সংযুক্ত।

* Soifa tower এর সন্নিকটে থাকছে আন্তর্জাতিক মানের মেডিক্যাল কলেজ ও হাসপাতাল, বিশ্ববিদ্যালয় সহ উন্নত মানের সুযোগ সুবিধা৷ তাই দেরি না আজই আপনার স্বপ্নের ফ্ল্যাটের গর্বিত মালিক হউন৷ তাই অনতি বিলম্ব যোগাযোগের জন্য আহ্বান জানানো যাচ্ছে৷ আসাদ মিয়া, ইউ,কে 00447534 041785.এম.মুজিবর রহমান.01715927981.মো: শিবরুল আমীন.01827499784
নিম্ন উল্লেখিত মোবাইল নাম্বারে যোগাযোগ করে অতি সাশ্রয়ী মূল্যে আপনার ফ্ল্যাটের গর্বিত মালিক হউন৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এ জাতীয় আরো খবর..

ফেসবুকে আমরা