-
- জাতীয়
- নবীগঞ্জের এনজিও কর্মী নারীর কক্সবাজার থেকে ঝুলন্ত লাশ উদ্ধার
- আপডেট টাইম : October, 10, 2024, 3:07 pm
- 31 বার
নবীগঞ্জ(হবিগঞ্জ)থেকে নিজস্ব সংবাদদাতা : কক্সবাজার উখিয়া থেকে নবীগঞ্জের এনজিও কর্মী পপি দেব (২৭) এর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে কক্সবাজারের উখিয়া থানার পুলিশ। সে নবীগঞ্জ উপজেলার দীঘলবাক ইউনিয়নের কসবা গ্রামের অঞ্জন দাশের স্ত্রী।
পারিবারিক সূত্রে জানাযায়,ওই গ্রামের শুক লাল দেবের মেয়ে পপি সিলেটের একটি প্রাইভেট হাসপাতালে থেকে নার্সিং এর উপর লেখাপড়া করে শিক্ষা জীবন শেষ করেন।
বিগত ৪ বছর পূর্বে বিয়ে হয় একই গ্রামের অঞ্জন দাশের সাথে। গত এক বছর পূর্বে সে কক্সবাজার জেলার উখিয়াতে আরটিএন ইন্টারন্যাশনালে কর্মী হিসেবে যোগদান করে।
গত মঙ্গলবার সকাল ৯টায় উখিয়ার রাজা পালং এলাকা থেকে স্থানীয় পুলিশ পপির ঝুলন্ত মরদেহ উদ্ধার করে।
পপির ভাসুর প্রদ্বীপ দাশ জানান,খবর পেয়ে তার স্বজনরা উখিয়ায় গিয়ে পৌছে গিয়েছেন। বুধবার রাতেই মরদেহ বাড়ি এসে পৌছার পর দাহ করা হয়েছে।
উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ( তদন্ত) শফিকুল ইসলাম আত্মহত্যার বিষয়টি নিশ্চিত করেছেন।
এ জাতীয় আরো খবর..
Leave a Reply