নোয়াখালী থেকে নবীন :: নোয়াখালী কোম্পানীগঞ্জ উপজেলার বসুরহাট পৌরসভা থেকে বাহার উদ্দিন (৫৫) নামের এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ।
বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে ৪নং ওয়ার্ডের শওকত মিয়ার নতুন বাড়ীর পুকুর থেকে ভাসমান লাশটি উদ্ধার করা হয়। নিহত বাহার উদ্দিন ওই বাড়ীর মৃত হাবিব উল্যাহ ছেলে।
স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে শওকত মিয়ার নতুন বাড়ীর পুকুরে একটি লাশ ভাসতে দেখে পুলিশে খবর দেয় স্থানীয় লোকজন। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে নিহতের লাশ উদ্ধার করে।
কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসাদুজ্জামান জানান, নিহত বাহার উদ্দিনের মানসিক সমস্যা ছিল বলে জানিয়েছে তার পরিবার। প্রায় সময় সে বাড়ীর বাহিরে থাকত। সে মাদকাসক্ত ছিল বলেও তারপরিবার নিশ্চিত করেছে।
ওসি আরো জানান, নিহতের শরীরে আঘাতের কোন চিহ্ন পাওয়া যায়নি। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে নেশাগ্রস্থ হয়ে পুকুরের পড়ে তার মৃত্যু হয়েছে। লাশ ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। পরবর্তীতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
Leave a Reply