হবিগঞ্জ প্রতিনিধি::বছরের প্রথম দিনেই নতুন বইয়ের ঘ্রানে মাতোহারা ছাত্রছাত্রীরা। সারাদেশের ন্যায় হবিগঞ্জেও শুরু হয়েছে বই উৎসব। এবার জেলার ২ লাখ ৪০ হাজার শিক্ষার্থীর হাতে পৌঁছে দেয়া হচ্ছে নতুন বই।
মঙ্গলবার হবিগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয় ও বিকেজিসি সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে বই উৎসবের উদ্বোধন করেন সংসদ সদস্য অ্যাডভোকেট মো. আবু জাহির।
পরে তিনি জেকে এইচকে হাইস্কুল, বহুলা মডেল স্কুলসহ বিভিন্ন স্থানে বই উৎসবের উদ্বোধন করেন।
অনুষ্ঠানে জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা অনীল মজুমদার, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা জিয়া উদ্দিন, হবিগঞ্জ পৌরসভার সাবেক চেয়ারম্যান শহীদ উদ্দিন চৌধুরী, হবিগঞ্জ প্রেসক্লাবের সভাপতি হারুনুর রশিদ চৌধুরীসহ বিশিষ্ট ব্যক্তিবর্গ বক্তৃতা করেন।
শিক্ষা অফিস সূত্রে জানা যায়, জেলায় এ বছর ৩শ’ ৪৫টি শিক্ষা প্রতিষ্ঠানের ২ লাখ ৪০ হাজার ২১৭ জন শিক্ষার্থীকে ৩২ লাখ ৪২ হাজার ৫৫৫টি বই বিতরণ করা হচ্ছে।
Leave a Reply