নোয়াখালী প্রতিনিধি::
নোয়াখালী সদর উপজেলায় অভিযান চালিয়ে মো.জাহেদ হোসেন (৩০) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে সুধারাম থানা পুলিশ।
এসময় তার কাছ থেকে ১টি এলজি,২টি কাটুজ(গুলি) জব্দ করা হয়। তার বিরুদ্ধে ডাকাতি, অস্ত্র এবং মাদক সহ ৮টি মামলা রয়েছে।
রাতে অভিযান চালিয়ে নোয়াখালী পৌরসভার হরিনারায়নপুর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত জাহিদ হোসেন নোয়াখালী পৌরসভার জাকের হোসেনের ছেলে।
নোয়াখালী সুধারাম থানা ওসি (তদন্ত) আবদুল বাতেন মৃধা গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে জাহিদকে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে পূবের্র ৮টি ও অস্ত্র আইনে আরো একটি মামলা হয়েছে।এনিয়ে তার বিরুদ্ধে ৯টি মামলা হয়েছে। তাকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হবে।
Leave a Reply