নবীগঞ্জে প্রধানমন্ত্রীর ১০ উদ্যোগ নিয়ে দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত

নবীগঞ্জ (হবিগঞ্জ) থেকে নিজস্ব সংবাদদাতা :
প্রধানমন্ত্রীর ১০টি বিশেষ উদ্যোগ নিয়ে নবীগঞ্জে দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে প্রধানমন্ত্রীর কার্যালয়ের গভর্নেস ইনোভেনশন ইউনিটের আয়োজনে ও উপজেলা প্রশাসনের বাস্তবায়নে আয়োজিত ওই কর্মশালায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন হবিগঞ্জ জেলা প্রশাসক ইশরাত জাহানের পক্ষে অতিরিক্ত জেলা প্রশাসক মিন্টু চৌধুরী। এ সময় তিনি প্রধানমন্ত্রীর ১০ টি উদ্যোগ বাস্তবায়নে পরিবর্তনের বিভিন্ন দিক তুলে ধরেন এবং দিনব্যাপী  প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন করেন।
এর আগে প্রধানমন্ত্রীর ১০টি উদ্যোগ নিয়ে প্রশিক্ষণের নানা দিক তুলে ধরে মূল বক্তব্য উপস্থাপন করেন সহকারী কমিশনার ( ভূমি) উত্তম কুমার দাশ।
উদ্যোগগুলো হলো পল্লী সঞ্চয় ব্যাংক, আশ্রয়ণ প্রকল্প, ডিজিটাল বাংলাদেশ, শিক্ষাসহায়তা, নারীর ক্ষমতায়ন, ঘরে ঘরে বিদ্যুৎ, কমিউনিটি ক্লিনিক ও শিশুর মানসিক বিকাশ, সামাজিক নিরাপত্তা, বিনিয়োগ বিকাশ, পরিবেশ সুরক্ষা।
উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ মহি উদ্দিনের  সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব ফজলুল হক চৌধুরী সেলিম, ভাইস চেয়ারম্যান গতি গোবিন্দ দাশ।
কর্মশালায় উপজেলা প্রশাসনের বিভিন্ন কর্মকর্তা,ইউপি চেয়ারম্যানগণ, মুক্তিযোদ্ধা, সাংবাদিক,  সুধীবৃন্দ অংশ নেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এ জাতীয় আরো খবর..

ফেসবুকে আমরা