কানাইঘাট ইউনিভার্সেল স্কুলে ৭টি এ+ সহ শতভাগ পাস

কানাইঘাট প্রতিনিধি::কানাইঘাট পৌর শহরে অবস্থিত প্রাইভেট শিক্ষা প্রতিষ্ঠান কানাইঘাট ইউনিভার্সেল স্কুল এবারের পিএসসি পরীক্ষায় ৭টি এ+ সহ শতভাগ সাফল্য অর্জন করেছে। ২০১৯ সালে অনুষ্ঠিত পিএসসি পরীক্ষায় কানাইঘাট ইউনিভার্সেল স্কুলের ১৭ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে। এতে ৭টি এ+ সহ সকল শিক্ষার্থী সর্বোচ্চ মেধা তালিকায় কৃতিত্বের সাথে সফলতা অর্জন করেছে। এ ফলাফল কানাইঘাটের শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে মাইল ফলক হিসাবে কাজ করবে যা স্কুলের সকল শিক্ষকের অক্লান্ত প্রচেষ্টায় অর্জন করা সম্ভব হয়েছে। এছাড়া স্কুলের ধারাবাহিকতা বজায় রাখতে প্রধান শিক্ষক শাহীন আহমদ মুন্না, শিক্ষার্থী, অভিভাবক ও শিক্ষক এবং সচেতন মহলের সহযোগিতা কামনা করে বলেন, কানাইঘাট ইউনিভার্সেল স্কুল ২০০৬ সালে প্রতিষ্ঠিত হওয়ার পর থেকে অদ্যাবধি পর্যন্ত প্রতিটি পরীক্ষায় স্কুলের শিক্ষার্থীরা কৃতিত্বের সহিত সফলতা অর্জন করে আসছে এবং কানাইঘাট সরকারী উচ্চ বিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় ৯৮% শিক্ষার্থী কৃতকার্য হয়েছে। আমরা প্রতিষ্ঠানের সুনাম ধরে রাখতে আরো কঠোর পরিশ্রম করে যাব।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এ জাতীয় আরো খবর..

ফেসবুকে আমরা