নবীগঞ্জের কেন্দ্রেগুলোতে পৌছে গেছে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের সরঞ্জাম

নবীগঞ্জ ( হবিগঞ্জ)  থেকে নিজস্ব সংবাদদাতা :দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে নবীগঞ্জ উপজেলার প্রতিটি কেন্দ্রে নির্বাচনী সরঞ্জাম পাঠানো হয়েছে। আনসার, ভিডিপিসহ কেন্দ্রে কেন্দ্রে যারা নিরাপত্তার দায়িত্ব পালন করবে তারা উপজেলা প্রশাসনের কাছ থেকে নির্বাচনী সামগ্রী নিয়ে যান। গতকাল শনিবার সকালে উপজেলা পরিষদের মাঠ থেকে আনুষ্ঠানিকভাবে নির্বাচনী সরঞ্জাম বিতরণ কার্যক্রম শুরু করেন সহকারী রিটার্নিং কর্মকর্তা নবীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার অনুপম দাশ অনুপ, উপজেলা নির্বাচন কর্মকর্তা সাইদুর রহমান ও উপজেলা সহকারী কমিশনার( ভূমি) শাহীন দেলোয়ার। এ সময়  থানা পুলিশ সহ নিরাপত্তা কর্মিরা উপস্থিত ছিলেন। পরে ব্যালটসহ পিকআপে করে ভোটার বাক্সসহ যাবতীয় সরঞ্জামাদি নিয়ে যান তারা।
 নবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা জানান ১১৬ টি  কেন্দ্রে প্রিসাইডিং অফিসারের কাছে রাত ২ টার মধ্যে  ব্যলট পেপার পৌঁছে দেয়া হবে। তিনি বলেন নিবার্চনে ৪ জন নিবার্হী ম্যাজিষ্ট্রেট দায়িত্ব পালন করবেন। উপজেলার ১৩টি ইউনিয়নে ৮টি মোবাইল টিম, ৪ প্লাটুন বিজিবি ও সেনাবাহিনী মাঠে তৎপর থাকবে। নিবার্চনের যাবতীয় প্রস্তুতি কাজ সম্পন্ন করা হয়েছে।
উপজেলা নিবার্চন কর্মতর্তা সাইদুর রহমান জানান,
নবীগঞ্জে ১টি পৌরসভা ও ২০টি ইউনিয়নের এ আসনে মোট ভোটার রয়েছেন ৪ লাখ ৩১ হাজার ১শ’ ৮৫ জন। এরমধ্যে পুরুষ ২ লাখ ১৭ হাজার ৯শ’ ৪২, নারী ভোটার ২ লাখ ১৩ হাজার ২শ’ ৪১ জন ও তৃতীয় লিঙ্গ ২ জন। নবীগঞ্জে ১৩টি ইউনিয়ন ও একটি পৌর সভায় মোট ১১৬টি কেন্দ্র রয়েছে। নির্বাচনের যাবতীয় সরঞ্জাম সমজিয়ে দেয়া হয়েছে।
নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা( ওসি) মাসুক আলী বলেন, ভোট কেন্দ্রের নিরাপত্তা নিশ্চিত ও নাশকতা প্রতিহত করতে প্রতিটি কেন্দ্রে ২ জন পুলিশ অফিসার ও ১০ জন করে আনসার ভিডিপি ও গ্রাম পুলিশ সদস্যরা দায়িত্বে পালন করবেন।
তিনি উৎসব মূখর পরিবেশ ও শান্তিপূর্ন ভাবে ভোট গ্রহনে সকল ভোটারদের প্রতি আহবান জানান ।
এবার হবিগঞ্জ -১ ( নবীগঞ্জ -আসনে) আসনে প্রতিদ্বন্দ্বিতা করছেন ৫ জন। এর মধ্যে বর্তমান সংসদ সদস্য সাহেদ গাজী ( ট্রাক) সম্প্রতি অসুস্থতা জনিত কারনে সংবাদ সম্মেলন করে নির্বাচন থেকে সরে দাড়িয়েছেন।
নবীগঞ্জ  উপজেলায় ভোটকেন্দ্র রয়েছে ১১৬টি । রোববার সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এ জাতীয় আরো খবর..

ফেসবুকে আমরা