নবীগঞ্জের ঠাকুর অনুকুল চন্দ্রের ১৩৮তম আবির্ভাবতিথি তালনবমী পালন

নবীগঞ্জ প্রতিনিধি :নবীগঞ্জ উপজেলা সৎসঙ্গের সার্বিক তত্ত্বাবধানে এবং রিপাতপুর গ্রামবাসীর উদ্যোগে মহাসমারোহে পালিত হয়েছে ঠাকুর অনুকুল চন্দ্রের ১৩৮তম জন্মতিথি শুভ তালনবমী অনুষ্ঠান। সোমবার রাতে উপজেলার বাউসা ইউনিয়নের রিপাতপুর গ্রামে ভক্তবৃন্দের অংশগ্রহণে দিনব্যাপী নানা কর্মসূচির মধ্য দিয়ে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানমালার মধ্যে ছিল সমবেত প্রার্থনা, বিশ্বশান্তি কামনায় নামজপ, গ্রন্থাদি পাঠ, ইষ্ট প্রসঙ্গে আলোচনা এবং আনন্দবাজারে ভান্ডারা বিতরণ।

নবীগঞ্জ উপজেলা সৎসঙ্গের সভাপতি মৃন্ময় কান্তি দাশ বিজনের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন নবীগঞ্জ উপজেলা সৎসঙ্গের সাবেক সভাপতি মৃণাল কান্তি দাশ বাদল, সহ-সভাপতি কানু লাল দাশ, সাধারণ সম্পাদক ও নবীগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি উত্তম কুমার পাল হিমেল এবং শংকর গোপ। স্বাগত বক্তব্য রাখেন দীপক পাল।

এছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন,কাজল আচার্য্য, প্রদীপ দাশ, মুক্তিযোদ্ধা রবীন্দ্র চন্দ্র দাশ, বিজয় দাশ, বিপুল দাশ, রিংকু দাশ, অরবিন্দু পাল বাবুল, বিকাশ পাল, দিলীপ পাল, প্রদীপ পাল, বিজয় পাল, সঞ্জু পাল, রঞ্জু পাল, জ্যোতিষ পাল, প্রীতিবাস পাল, পিয়ুষ পাল, হৃদয় শীল প্রমুখ।

অনুষ্ঠানে বিপুল ভক্তবৃন্দের সমাগম ঘটে এবং আনন্দবাজারে ভান্ডারা বিতরণের মধ্য দিয়ে মহোৎসবের সমাপ্তি হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এ জাতীয় আরো খবর..

ফেসবুকে আমরা