নবীগঞ্জে কুশিয়ারা নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন করায় ২ জনের কারাদণ্ড

নবীগঞ্জ (হবিগঞ্জ)থেকে নিজস্ব সংবাদদাতা : নবীগঞ্জ উপজেলার আউসকান্দি  ইউনিয়নে পারকুল এলাকায় কুশিয়ারা নদীর তলদেশ থেকে অবৈধভাবে বালু উত্তোলন করায় মোবাইল কোর্ট পরিচালনা করে ২জনকে ১ মাস করে বিনাশ্রম কারাদন্ড প্রদান করা হয়েছে।
মোবাইল কোর্ট পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার(ভূমি) উত্তম কুমার দাশ।
জানাযায়,উল্লেখিত স্থানে কুশিয়ারা নদী থেকে দীর্ঘদিন যাবত একটি চক্র বালু উত্তোলন করে আসছে। ইতিমধ্যে একাধিকবার মোবাইল কোর্ট পরিচালনা করে এসব বালু খেকোদের জেল জরিমানা করা হলেও তাদের এ কাজ অব্যাহত রেখেছে।
খবর পেয়ে গতকাল বুধবার উপজেলা সহকারী কমিশনার (ভূমি) উত্তম কুমার দাশ থানা পুলিশের সহযোগিতায় ওই স্থানে অভিযান পরিচালনা করে সুনামগঞ্জ সদর উপজেলার জাহাঙ্গীরনগর গ্রামের মোঃ দেলোয়ার হোসেন (২৫) ও একই উপজেলার কয়েরগাঁও গ্রামের সেলিম মিয়া (২২)  নামের ২ ব্যক্তিকে আটক করেন।  পরে দুজনকে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০ এর ৪ ও ৬ ধারা  লংগনের দায়ে উক্ত আইনের ১৫(১) ধারা অনুযায়ী মোবাইল কোর্ট পরিচালনা করে এক মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করেন।
এসময় এস আই গৌতম সরকারের  নেতৃত্বে পুলিশের একটি টিম সার্বিক সহযোগিতা করেন
 বিষয়টি নিশ্চিত করেছেন নবীগঞ্জ উপজেলার সহকারী কমিশনার( ভূমি) উত্তম কুমার দাশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এ জাতীয় আরো খবর..

ফেসবুকে আমরা