নবীগঞ্জে কৃষকের মধ্যে রবি মৌসুমে বিনা মূল্য সার ও বীজ এবং কৃষি যন্ত্রপাতি বিবতরণ

নবীগঞ্জ প্রতিনিধি \ নবীগঞ্জ উপজেলা কৃষি অফিসের আয়োজনে ২০২৩-২৪ অর্থবছরে রবি/২০২৩-২৪ মৌসুমে গম ভূট্রা, সরিষা, সূর্যমুখী ও মসুর ফসলের আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে গতকাল রবিবার সকাল ১১টা কৃষি অফিসেরর হলরুমে বিনামূল্য বীজ ও রাসায়নিক সার এবং কৃষি যন্ত্রপাতি বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা অনুপম দাস অনুপ এর সভাপতিত্বে কৃষি সম্প্রসারন অফিসার শৈলন কুমার পালের পরিচালনায় কোরআন তেলাওয়াত করেন মাওঃ কাজী হারুনুর রশিদ, গীতা পাঠ করেন শৈলন পাল এবং শুরুতেই স্বাগতম বক্তব্য রাখেন উপজেলা কৃষি অফিসার শেখ ফজলুল হক মনি। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, নবীগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) এড. গতি গোবিন্দ দাশ, নবীগঞ্জ উপজেলা আওয়ামীলীগ সাংগঠনিক সম্পাদক মোস্তাক আহমদ মিলু, উপজেলা কৃষক লীগের সাধার সম্পাদক ফরহাদুজ্জামান মুহিত, দৈনিক সময় পত্রিকার প্রকাশক ও ব্যবস্থাপনা সম্পাদক মোঃ সেলিম তালুকদার। এ সময় উপস্থিত ছিলেন নবীগঞ্জ অনলাইন প্রেসক্লাবের সভাপতি মোফাজ্জল ইসলাম সজীব, নবীগঞ্জ মডেল প্রেসক্লাবের সাধারণ সসম্পাদক অঞ্জন রায়, ইউপি সদস্য মোঃ জুয়েল মিয়া ও অজিদ সূত্রধর, নবীগঞ্জ সেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি সবুজ দাশ, আরো উপস্থিত ছিলেন প্রতিটি ইউনিয়ন থেকে কৃষক ও বিভিন্নি রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দ প্রমুখ।

অনুষ্ঠান শেষে উপজেলার ১৩টি ইউনিয়ন ও পৌরসভাসহ মোট ১৫৮০ জন কৃষকের মধ্যে রবি মৌসুমে বিনা মূল্য সার বীজ এবং কৃষকদের কৃষি যন্ত্রপাতি বিবতরণ করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এ জাতীয় আরো খবর..

ফেসবুকে আমরা