নবীগঞ্জে ছিনতাইকারীদের চুরিকাঘাতে সিএনজি ইঞ্জিনিয়ার আহত৷ আটক -১

নবীগঞ্জ ( হবিগঞ্জ) থেকে নিজস্ব সংবাদদাতা :নবীগঞ্জ উপজেলার   আউশকান্দিতে  বাড়ছে চুরি ছিনতাই সহ নানা অপরাধ৷ প্রায়ই উপজেলার প্রাণকেন্দ্র হিসেবে খ্যাত ঢাকা সিলেট মহাসড়কের ওই অঞ্চলে ঘটছে এসব অপকর্ম৷
 আউশকান্দি হীরাগঞ্জ বাজারে সম্প্রতি কয়েকটি ব্যবসা প্রতিষ্ঠানে দু:সাহসিক চুরির ঘটনাও ঘটে। এতে ব্যবসায়ীদের নগদ টাকা ও মালামাল খোয়া যায়৷ পাশাপাশি কয়েকটি মোটর সাইকেল চুরি সহ কৃষকের গরু,পাওয়ার টিলার মেশিন,মোবাইল ফোন, নগদ টাকা প্রতিনিয়ত খোয়া যাচ্ছে।
এরই ধারাবাহিকতায় উপজেলার আউশকান্দি এলাকায়  গত শুক্রবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে  আউশকান্দি হীরাগঞ্জ বাজারস্থ আবেদ আলী ইঞ্জিনিয়ারিং সিএনজি ওয়ার্কসপের মালিক ও সিএনজি চালক  আবেদ আলীকে অতি সুকৌশলে ৩ জনের একটি ছিনতাইকারী চক্র সিএনজি অটোরিকশা মেরামত করানোর কথা বলে মহাসড়কের মিনাজপুর নামক স্থানে টমটম গাড়ী যোগে তাকে সেখানে নিয়ে যায়। সেখানে নিয়ে ছিনতাইকারীরা তাকে উপর্যুপরি চুরিকাঘাত ও মারপিট করে  আহত করে। এ সময়  তার কাছ থেকে নগদ ৩২ হাজার টাকা ছিনতাই করে নিয়ে যায়।
ছিনতাইকারীরা পালানোর চেষ্টাকালে আহত  ইঞ্জিনিয়ার আবেদ আলীর আর্ত চিৎকার শোনে আশপাশের লোকজন এগিয়ে আসলে ছিনতাইকারীরা পালানোর সময় সঈদপুর বাজার চেয়ারম্যান অফিসের সামনে গেলে টমটম গাড়ী সহ জনতা  তাকে আটক করে৷ এ সময় তার অপর  ২ সঙ্গী পালিয়ে যায়৷
আটককৃত ছিনতাইকারী আউশকান্দি ইউনিয়নের বনগাঁও গ্রামের হিরা মিয়ার পুত্র মাজিদ মিয়া (২২)। আটকের পর  ধৃত মাজিদ জানায় তার অপর সঙ্গীরা হলো বনগাঁও গ্রামের আলা উদ্দীনের পুত্র আবু বক্কর (২৬) ও ইসলাম উদ্দীনের পুত্র রেপু মিয়া (২৫) ৷ আহত আবেদ আলীকে আউশকান্দি হীরাগঞ্জ বাজারে একটি হাসপাতালে চিকিৎসা দেয়া হয়েছে৷
  খবর পেয়ে রাত ১টায় নবীগঞ্জ থানা পুলিশ আটক ছিনতাইকারীকে থানায় নিয়ে আসেন। আহত ব্যক্তির ভাই গাড়ী চালক জুনাব আলী বাদী হয়ে নবীগঞ্জ থানায় উল্লেখিত ৩ ছিনতাইকারীর বিরুদ্ধে মামলা দায়ের করেছেন। গতকাল শনিবার দুপুরে আসামীকে  জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
এব্যাপারে নবীগঞ্জ থানার ওসি ডালিম আহমেদ বলেন,ঘটনার সংবাদ পেয়ে ঘটনাস্থল থেকে পুলিশ ছিনতাইকারীকে থানায় নিয়ে আসে এবং সংশ্লিষ্ট ধারায় আসামীদের বিরুদ্ধে মামলা হয়েছে।  পলাতক আসামীদের গ্রেফতারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এ জাতীয় আরো খবর..

ফেসবুকে আমরা