নবীগঞ্জ ইউনিয়ন পরিষদ নির্বাচন।। শেষ দিনে চেয়ারম্যান পদে ৬৩ জনের মনোনয়ন পত্র দাখিল

নিজামুল ইসলাম চৌধুরী :: নবীগঞ্জ উপজেলার ১৩টি ইউনিয়নে ইউনিয়ন পরিষদ নির্বাচন অনুষ্টিত হবে চলতি মাসের ২৮ নভেম্বর। নির্বাচনকে সামনে রেখে প্রার্থী সমর্থকদ ও ভোটারদের মধ্যে চলছে উৎসাহ উদ্দীপনা। প্রতীক বরাদ্দের পূর্বেই শুরু হয়ে গেছে সার্বোজনীন উৎসব।

নির্বাচন কমিশনের ঘোষণা অনুযায়ী ২৮ অক্টোবর থেকে ২ নভেম্বর পর্যন্ত প্রার্থীদের মনোনয়ন পত্র দাখিলের দিন ধার্য করা হয়।

নির্বাচনে অংশ নেয়া বিশেষ করে চেয়ারম্যান পদে প্রত্যেক প্রার্থীই তাদের নিজ নিজ সমর্থক নিয়ে গাড়ী,মটর সাইকেলের বহর সহকারে বিশাল শোডাউন করে নিজ অবস্থান জানান দিয়ে মনোনয়ন পত্র দাখিল করেন।

গতকাল মঙ্গলবার মনোনয়ন পত্র দাখিলের শেষ দিনে ১৩টি ইউনিয়নে চেয়ারম্যান পদে ক্ষমতাশীন আওয়ামীলীগ,বিদ্রোহী ও স্বতন্ত্র প্রার্থী মিলে মোট ৬৩ জন চেয়ারম্যান প্রার্থী মনোনয়ন দাখিল করেন। এরমধ্যে আওয়ামীলীগের মনোনয়ন বঞ্চিত হেভিওয়েট বিদ্রোহী প্রার্থীও রয়েছেন।

সদস্য( মেন্বার) পদে ৪৮৪ ও সংরক্ষিত পদে ১৭৮ জন মনোনয়ন পত্র দাখিল করেছেন।

বিষয়টি নিশ্চিত করেছেন উপজেলা নির্বাচন কর্মকর্তা দেবশ্রী দাশ পার্লি।

এদিকে মনোনয়ন দাখিলের আনুষ্ঠানিকতা শেষ করেই প্রার্থী সমর্থকরা মাঠ চষে বেড়াচ্ছেন। ভোটারদের কাছে গিয়ে ভোট চাওয়ার পাশাপাশি দিচ্ছেন নানান প্রতিশ্রোুতি। বর্তমান অবস্থায় সাধারণ ভোটাগণ রয়েছেন নিরব। ভোটাররা মনে করছেন কার ভাগ্যে কি ঘটে দেখতে হলে আরো অপেক্ষা করতে হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এ জাতীয় আরো খবর..

ফেসবুকে আমরা