নবীগঞ্জ উপজেলা প্রশাসনের উদ্যোগে ক্যাপ্টেন শেখ কামালের ৭৪ তম জন্মদিন পালন

নবীগঞ্জ(হবিগঞ্জ, হবিগঞ্জ) থেকে নিজস্ব সংবাদদাতা:
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জৈষ্ট্য পুত্র চিরঞ্জীব চিরভাস্বর বীর মুক্তিযোদ্ধা ক্যাপ্টেন শেখ কামাল এর ৭৪ তম জন্মদিন উপলক্ষে নবীগঞ্জ উপজেলা প্রশাসন আয়োজিত গতকাল শনিবার সকালে বিভিন্ন কর্মসূচির মাধ্যমে পালন করা হয় । কর্মসূচির মধ্যে ছিল শেখ কামালের প্রতিকৃতিতে পুস্পস্তবক অর্পন,বৃক্ষরোপন শেষে আলোচনা সভা।
 নবীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার ইমরান শাহরিয়ারের সভাপতিত্বে এবং উপজেলা পজীপ অফিসার শাকিল আহমদের সঞ্চালনায় এতে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন,সহকারী কমিশনার ভুমি শাহিন দেলোয়ার,থানার অফিসার ইনচার্জ মোঃ ডালিম আহমদ, উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি গিয়াস উদ্দিন আহমদ,সাবেক সভাপতি অধ্যাপক মুজিবুর রহমান,সাবেক সাধারণ সম্পাদক সাইফুল জাহান চৌধুরী,সাংগঠনিক সম্পাদক মোস্তাক আহমেদ মিলু,সাংগঠনিক সম্পাদক শাহ রিজভী আহমদ খালেদ,উপজেলা যুবলীগের যুগ্ম আহবায়ক লোকমান আহমদ খান,উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সাধারন সম্পাদক ও নবীগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি উত্তম কুমার পাল হিমেল,পৌর শ্রমিকলীগের সভাপতি হাফিজুর রহমান,পৌর সেচ্ছাসেবকলীগের সভাপতি ইকবাল আহমদ বেলাল প্রমূখ ।
উপস্থিত ছিলেন,উপজেলা মহিলা আওয়ামীলগোর সভাপতি দিলারা হোসেন,মেডিকেল অফিসার মোঃ ফয়সাল,উপজেলা সহকারী শিক্ষা অফিসার মোঃ মোশাহিদ মিয়া,যুবলীগ নেতা পিকলু চৌধুরী, প্রধান শিক্ষক মহিতোষ দাশ,সেচ্ছাসেবকলীগ নেতা হাফিজ মিয়া,ইউপি সদস্য জগত সিংহসহ অন্যান্য নের্তৃবৃন্দ।
বক্তারা বলেন,মুক্তিযোদ্ধা ক্যাপ্টেন শেখ কামাল ১৯৭১ সালের মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক এম এ জি ওসমানীর সাথে এডিসি হিসাবে দেশকে শক্রমুক্ত করতে কাজ করেছেন। তাই  তাঁর অবদান ইতিহাস থেকে মুছে দেওয়া যাবে না।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এ জাতীয় আরো খবর..

ফেসবুকে আমরা