নোয়াখালীতে পাশের হারে ছেলেদের চেয়ে মেয়েরা এগিয়ে

নোয়াখালী প্রতিনিধিঃমাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড কুমিল্লা এর অধীনে এবার এইচএসসি ও সমমানের পরীক্ষায় নোয়াখালীতে পাসের হার বেড়েছে। এ জেলায় পাশের হার ৭৫.২১ শতাংশ। জেলার ৪৫ টি কলেজের ১৭ হাজার ৩৩৬ শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করে। এদের মধ্যে ১৩ হাজার ৩৮ জন পাশ করেছে। পাশের হারে মেয়েরা এগিয়ে রয়েছে।

কুমিল্লা শিক্ষা বোর্ড সূত্রে জানা যায়, এবার পাশের হার ৭৭ দশমিক ৭৪ শতাংশ। পাশের হারের দিক থেকে মেয়েরা এগিয়ে রয়েছে। ছেলেদের পাশের হার ৭৭.১২ শতাংশ এবং মেয়েদের পাশের হার ৭৮.২৭ শতাংশ। জেলায় ৬ হাজার ৩৫২ জন ছেলে এবং ৬ হাজার ৬৮৬ জন মেয়ে পাশ করেছে। এবারের পাশের হার বিগত চার বছরের তুলনায় বেড়েছে।

তবে, ১ জনও পাশ করেনি, এমন কলেজের সংখ্যা ২টি। এগুলো হলো, নোয়াখালীর কোম্পানীগঞ্জ হাজারী হাট স্কুল এন্ড কলেজ, নোয়াখালীর হাতিয়া তমরুদ্দি হাই স্কুল এন্ড কলেজ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এ জাতীয় আরো খবর..

ফেসবুকে আমরা