নোয়াখালীর সুবর্ণচরে নিখোঁজের ১৪ ঘন্টা পর হাতপা বাঁধা অবস্থায় এসএসসি পরীক্ষার্থী উদ্ধার

নোয়াখালী প্রতিনিধি::নোয়াখালীর সুবর্ণচর উপজেলার চরক্লার্ক গ্রামে নিখোঁজের ১৪ ঘন্টা পর হাতপা বাঁধা অবস্থায় এক এসএসসি পরীক্ষার্থীকে উদ্ধার করেছে স্বজন ও স্থানীয়রা। আহত অবস্থায় আজ দুপুরে নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছ। এ ঘটনায় চর জব্বর থানায় সাধারণ ডায়েরি করছে তার পরিবার।

আহত এসএসসি পরীক্ষার্থীর স্বজনরা জানান, গত কাল শনিবার সন্ধ্যা সাতটায় পরীক্ষার্থী নূর মাওলা বাদশা স্থানীয় জনতা বাজারে যাওয়ার পর আর বাড়ি ফেরেনি। বাড়ি না ফেরায় স্বজনরা বহু খোঁজাখুজি করেও তার কোন সন্ধান পায়নি।

আজ সকাল নয়টায় বাড়ির পাশে^র খালপাড়ে হাতপাত বাঁধা অবস্থায় পড়ে থাকতে দেখে স্বজনরা উদ্ধার করে হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করে। সে চরক্লার্ক গ্রামের মোহাম্মদ রফিকের ছেলে ও সে স্থানীয় চরক্লার্ক কেরামতপুর উচ্চ বিদ্যালয় এসএসসি পরীক্ষার্থী।

চর জব্বর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. সাহেদ উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ ঘটনায় থানায় একটি সাধারণ ডায়েরি করেছে উদ্ধার হওয়া পরীক্ষার্থীর চাচা। আমরা বিজয়টি খতিয়ে দেখছি।

নোয়াখালী জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার সৈয়দ মহিউদ্দিন আবদুল আজিম জানান, নূর মাওলা নামে আহত অবস্থায় এক এসএসসি পরীক্ষার্থীকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তার চিকিৎসা চলছে এবং আসঙ্কা মুক্ত।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এ জাতীয় আরো খবর..

ফেসবুকে আমরা