নোয়াখালীর ৮টি পৌরসভার কর্মকর্তা-কর্মচারিদের কর্মবিরতি

নোয়াখালী প্রতিনিধি::রাষ্ট্রীয় কোষাগার থেকে বেতন-ভাতা ও পেনশন সুবিধার দাবীতে দ্বিতীয় দিনের মতো মঙ্গলবার নোয়াখালীর ৮টি পৌরসভার কয়েকশত কর্মকর্তা-কর্মচারি কর্মবিরতি পালন করছে। জেলার বিভিন্ন পৌরসভা থেকে কর্মকর্তা-কর্মচারিরা এসে নোয়াখালী প্রেসক্লাবের সামনে জড়ো হয়ে অবস্থান নেয় ।

বাংলাদেশ পৌরসভা সার্ভিস এসোসিয়েশন কেন্দ্রীয় কমিটির আহ্বানে এ কর্মবিরতি ও অবস্থানে উপস্থিত থেকে বক্তব্য দেন, জেলা কমিটির সভাপতি জাকের হোসেন, সহ-সভাপতি সুজিত বড়–য়া, আবদুল কাইয়ুম, শ্যামল কুমার দত্ত, সাধারণ সম্পাদক মাহাবুবুর রহমান, সাংগঠনিক সম্পাদক গোলাম মোর্তুজা, দপ্তর সম্পাদক মো. আবদুল হালিম মিলনসহ অনেকে।
এ সময় বক্তারা বলেন, দীর্ঘ সময় পর্যন্ত পৌর কর্মকর্তা-কর্মচারিরা যৌক্তিক এ দাবী করে আসছে। দেশের অনেক পৌরসভায় কর্মরতরা ২-৫৬ মাস পর্যন্ত বেতন না পেয়ে মানবেতর জীবন যাপন করছে। প্রত্যেক পৌরসভায় কর্মকর্তা-কর্মচারিরা নাগরিকদের সেবা দিয়ে আসলেও সরকারিভাবে এসব কর্মকর্তা-কর্মচারিদের কোনো ব্যবস্থা করছে না। ফলে বছরের পর পর অনেকের পরিবার না খেয়ে না পরে দিনাতিপাত করছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এ জাতীয় আরো খবর..

ফেসবুকে আমরা