বানিয়াচং আদর্শ উচ্চ বিদ্যালয়ে শিক্ষার্থীদের বিক্ষোভ: মব সৃষ্টিকারীদের শাস্তির দাবিতে মানববন্ধন

হবিগঞ্জ প্রতিনিধি::

হবিগঞ্জের বানিয়াচং আদর্শ উচ্চ বিদ্যালয়ে শিক্ষার পরিবেশ নষ্টকারী চক্রের শাস্তি ও ৭ দফা দাবিতে বিক্ষোভ সমাবেশ ও মানববন্ধন করেছে শিক্ষার্থীরা।
সোমবার দুপুর ১২টায় শিক্ষার্থীরা বিদ্যালয় প্রাঙ্গণ থেকে মিছিল বের করে উপজেলা প্রাঙ্গণে গিয়ে শেষ করে। পরে সেখানে বিক্ষোভ সমাবেশ ও মানববন্ধন অনুষ্ঠিত হয়।

শিক্ষার্থীরা অভিযোগ করেন, অব্যাহতিপ্রাপ্ত খণ্ডকালীন শিক্ষক আতাউর রহমান বিপ্লব ব্যক্তিগত আক্রোশে একটি চক্রকে নিয়ে মব তৈরি করে শিক্ষকদের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ ছড়াচ্ছেন। এতে শিক্ষকেরা নিরাপত্তাহীনতায় ভুগে দীর্ঘদিন বাড়িতে অবস্থান করতে বাধ্য হন, ফলে বিদ্যালয়ের শৃঙ্খলা ভেঙে পড়ে এবং এসএসসি ফলাফলেও বিপর্যয় ঘটে।

তাদের দাবি, সম্প্রতি প্রধান শিক্ষকসহ কয়েকজন শিক্ষক আবার ক্লাস নেওয়া শুরু করায় শিক্ষার পরিবেশ ফিরতে শুরু করেছে। কিন্তু বহিরাগত ওই চক্র পুনরায় বিদ্যালয়ে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা চালাচ্ছে।

শিক্ষার্থীরা আরও অভিযোগ করেন, স্কুলে চাঁদা না পেয়ে সাবেক খণ্ডকালীন শিক্ষক আতাউর রহমান গংরা মব সৃষ্টির নেতৃত্ব দিচ্ছেন। তারা প্রশাসনের কাছে অবিলম্বে দোষীদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার আহ্বান জানান।

মানববন্ধন শেষে শিক্ষার্থীরা বানিয়াচং উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদা আক্তার সাথীর কাছে স্মারকলিপি প্রদান করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এ জাতীয় আরো খবর..

ফেসবুকে আমরা