ভৈরবে পিঠা ও লোকজ সাংস্কৃতিক উৎসব

মোঃ জামাল মিয়া ভৈরব(কিশোরগঞ্জ) প্রতিনিধি ॥ কিশোরগঞ্জের ভৈরবে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী বাহারী রঙের পিঠা ও লোকজ সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত হয়েছে । ভৈরব পিঠা উৎসব উদযাপন পরিষদের আয়োজনে  শুক্রবার বিকালে ভৈরব পৌরসভার বকুল তলায় নজরুল ইসলাম রিপনের সভাপতিত্বে ফিতা কেটে উৎসবের আনুষ্ঠানিক উদ্ধোধন করেন সুপ্রিম কোর্টের বিচারপতি জাহাঙ্গীর হোসেন বাদল ও পৌরসভার মেয়র এ্যাডঃ ফখরুল আলম আক্কাছ । উদ্ধোধন কালে অতিথিরা বলেন আবহমান গ্রাম বাংলার লোকজ সাংস্কৃতিক হিসেবে গ্রামের প্রত্যেকটি বাড়িতে বিভিন্ন পার্বনে ও উৎসবে বাহারী রঙের পিঠা তৈরী করা হতো । এছাড়া বিভিন্ন লোকজ সাংস্কৃতি অনুষ্ঠান মানুষের মনে আনন্দ দিতো । তাই এসব লোকজ সাংস্কৃতিক এবং বাহারী রঙের পিঠা যেন আমাদের মাঝ থেকে হারিয়ে না যায় সেজন্য এবারই ভৈরবে এ উৎসবের আয়োজন করা হয়েছে । মেলায়! বাহারী ডিজাইনের ১৩টি পিঠার ষ্টল স্থান পায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এ জাতীয় আরো খবর..

ফেসবুকে আমরা