মাধবপুরে র‍্যাবের অভিযানে ইসকফ সিরাপ ও ১০ কেজি গাঁজাসহ আটক ১

হবিগঞ্জ প্রতিনিধি::হবিগঞ্জের মাধবপুরে অভিযান চালিয়ে চোরাই ১৫৩ বোতল ইসকফ সিরাপ ও ১০ কেজি গাঁজা উদ্ধার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ ঘটনায় এক মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে।

র‌্যাব-৯ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে শায়েস্তাগঞ্জ ক্যাম্পের একটি আভিযানিক দল সোমবার (২ সেপ্টেম্বর) ভোর ৬টার দিকে মাধবপুর উপজেলার নয়াপাড়াস্থ ছায়েম রোডে অবস্থিত সফকো স্পিনিং মিলের সামনে অভিযান চালায়। এসময় র‌্যাবের উপস্থিতি টের পেয়ে তিন মাদক ব্যবসায়ী পালানোর চেষ্টা করে। তবে কৌশলে একজনকে আটক করা হয়।

আটককৃত আলমগীর মিয়া (২৭) ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর উপজেলার চাপরতলা গ্রামের মৃত হিরণ মিয়ার ছেলে। তার দেওয়া তথ্যের ভিত্তিতে ঘটনাস্থল থেকে একটি কালো ব্যাগে রাখা ১৫৩ বোতল ইসকফ সিরাপ এবং একটি কালো পলিথিনে মোড়ানো ১০ কেজি গাঁজা উদ্ধার করা হয়।

পরে আটককৃত আলমগীর ও উদ্ধারকৃত মাদকদ্রব্য মাধবপুর থানায় হস্তান্তর করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এ জাতীয় আরো খবর..

ফেসবুকে আমরা