মৌলভীবাজার প্রতিনিধি::মৌলভীবাজার শহরের বেড়িরচড় এলাকায় এক স্কুলছাত্রী মারা গেছেন। বুধবার (৫ নভেম্বর) রাত সাড়ে ৮টার দিকে আলী আমজাদ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্রী হাবিবা বেগম-এর নিথর দেহ উদ্ধার করে পুলিশ।
পারিবারিক সূত্রে জানা যায়, হাবিবা মৌলভীবাজার শহরের বেড়িরচড় এলাকার জাহাঙ্গীর মিয়ার মেয়ে। তারা মূলত রাঙ্গামাটি জেলার বাসিন্দা।
খবর পেয়ে মৌলভীবাজার মডেল থানার উপপরিদর্শক (এসআই) আবু সাহিদ তৌহিদ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে সদর হাসপাতালে পাঠান।
থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গাজী মাহবুবুর রহমান জানান, মৃত্যুর বিষয়টি তদন্তাধীন রয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে বিস্তারিত জানা যাবে।
Leave a Reply