সুনামগঞ্জের দুইটি উপজেলায় শান্তিপূর্ণ ভোট গ্রহণ চলছে

সুনামগঞ্জ প্রতিনিধি:সুনামগঞ্জের সদর ও দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার ১৭ টি ইউনিয়নে শান্তিপূর্ণ পরিবেশে ভোট গ্রহণ চলছে। সুষ্ঠু পরিবেশে ভোট গ্রহনের জন্য প্রতিটি কেন্দ্রে আনসার, পুলিশ ব্যাটালিয়ন আনসার র‍্যাব বিজিবিসহ বিপুল সংখ্যক আইনশৃঙ্খলা বাহিনী মোতায়ন করা হয়েছে। আইনশৃঙ্খলা বাহিনী নেতৃত্বে জুডিসিয়াল ও নির্বাহী ম্যাজিস্ট্রেট দায়িত্ব পালন করছেন। এছাড়া র‍্যাব বিজিবি ও পুলিশের মোবাইল টিম স্ট্রাইকিং ফোর্স দায়িত্ব পালন করছে।জেলা নির্বাচন অফিস সূত্রে জানা যায়, জেলার দুইটি উপজেলার ১৭ টি ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে ১০৬ জন, সংরক্ষিত সদস্য পদে ২১১ জন ও সাধারণ সদস্য পদে ৭৪২ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। দুইটি উপজেলার মোট ভোটার ২ লাখ ৮৭ হাজার ৫৯৪ জন। দুইটি উপজেলায় ৪ জন করে ৮ জন রিটার্নিং অফিসার নির্বাচনী দায়িত্ব পালন করছেন। সুনামগঞ্জ সদর উপজেলার ৯ টি ও শান্তিগঞ্জ উপজেলার ৮টি ইউনিয়ন পরিষদ নির্বাচনে ভোট গ্রহণ করা হচ্ছে। দুইটি উপজেলায় ১৬ টি ইউনিয়নের ১৬১ টি কেন্দ্রে ব্যালট পেপারের মাধ্যমে ও শুধুমাত্র সদর উপজেলার লক্ষণ শ্রী ইউনিয়নের ৯টি কেন্দ্রে ইভিএম এর মাধ্যমে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। সুনামগঞ্জ জেলা নির্বাচন কর্মকর্তা মো. মুরাদ উদ্দিন হাওলাদার বলেন, প্রতিটি কেন্দ্রে কঠোর নিরপাত্তা বলয় গড়ে তুলা হয়েছে। ভোটার গণ নির্বিগ্নে ভোট দিচ্ছেন। এখন পর্যন্ত কোন সহিংসতার খবর পাওয়া যায়নি।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এ জাতীয় আরো খবর..

ফেসবুকে আমরা