হবিগঞ্জে সেনাবাহিনীর অভিযানে সরঞ্জামসহ ৭ জোয়ারী আটক

বুলবুল আহমেদ, নবীগঞ্জ (হবিগঞ্জ) প্রতিনিধি:: দীর্ঘদিন ধরে হবিগঞ্জের বানিয়াচং উপজেলার যাত্রাপাশা এলাকায় একদল লোক জুয়া, মাদক ও বিভিন্ন সমাজবিরোধী কর্মকাণ্ডে জড়িয়ে স্থানীয়দের অশান্ত করে তুলেছিল। তাদের বিরুদ্ধে মুখ খোলার সাহস পেতেন না কেউ। অবশেষে গোপন সংবাদের ভিত্তিতে সেনাবাহিনীর বিশেষ অভিযানে অবসান ঘটে তাদের অপকর্মের।
সোমবার দিবাগত রাত ১১টা থেকে মঙ্গলবার ভোররাত ৪টা পর্যন্ত সেনাবাহিনীর মেজর কাজী ফয়সাল আহমেদ (৬ বীর)-এর নেতৃত্বে যাত্রাপাশা গ্রামের মো. মান্নান মিয়ার বাড়িতে অভিযান চালানো হয়। এসময় নগদ ১ লক্ষ ১২ হাজার ৭০ টাকা, ৬টি বাটন মোবাইল, ১টি স্মার্ট মোবাইল, ১টি মোটরসাইকেল ও ১০ প্যাকেট তাসসহ ৭ জন জুয়ারিকে আটক করা হয়। আটককৃতরা হলো—
আজমিরীগঞ্জ থানার শিপপাশা গ্রামের পশ্চিম বাগ গ্রামের মো. বদুর উদ্দিনের পুত্র মো. আফুজ মিয়া (৫২) একই গ্রামের আব্দুল শফিকের পুত্র মুতাব্বির (৫০),মো. আলম উল্লাহর পুত্র আলী হায়দার (৭২),বানিয়াচং উপজেলার যাত্রাপাশা গ্রামের আব্দুল আলীর পুত্র নবী উল (৫৩),একই গ্রামের মৃত সংজব আলীর পুত্র সুমন মিয়া (৪৫),
যাত্রাপাশা গ্রামের আজগর আলীর পুত্র মহন মিয়া (৩৫),মিয়াখালি গ্রামের মৃত আলতাব মিয়ার পুত্র মিয়া খানি (৫০),।
অভিযান শেষে আটককৃতদের বানিয়াচং থানার ডিউটি অফিসার এসআই জিয়ার কাছে হস্তান্তর করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এ জাতীয় আরো খবর..

ফেসবুকে আমরা