হবিগঞ্জ শাহজালাল ট্রাস্ট-কর্তৃক নবীগঞ্জ প্রেসক্লাবের সভাপতি/সাধারণ সম্পাদক-কে সংবর্ধনা প্রদান

নবীগঞ্জ (হবিগঞ্জ) থেকে নিজস্ব সংবাদদাতা : হবিগঞ্জ শাহজালাল (র.)-আইডিয়াল ওয়েলফেয়ার এডুকেশন ট্রাস্ট-কর্তৃক গতকাল

সোমবার বিকাল ৩ টায় নবীগঞ্জ শহরের আল-করিম জামে মসজিদ মার্কেটস্থ কাজী অফিসে নবীগঞ্জ প্রেসক্লাবের নব-নির্বাচিত সভাপতি রাকিল হোসেন ও সাধারণ সম্পাদক মহিবুর রহমান চৌধুরী তছনু-কে সংবর্ধনা প্রদান করা হয়েছে।

হবিগঞ্জ শাহজালাল (র.)-আইডিয়াল ওয়েলফেয়ার এডুকেশন ট্রাস্ট-এর চেয়ারম্যান মো. আব্দুল মুহিত রাসেল-এর সভাপতিত্বে ও সমাজকল্যাণ সম্পাদক মো. আব্দুল বাছিতের পরিচালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন অনুষ্টানের সংবর্ধিত অতিথি নব নির্বাচিত নবীগঞ্জ প্রেসক্লাবের সভাপতি রাকিল হোসেন ও সাধারন সম্পাদক মুহিবুর রহমান চৌধুরী তছনু।

প্রধান অতিথির বক্তব্য রাখেন,নবীগঞ্জ সরকারি কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) মোহাম্মদ সফর আলী।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন,
সাহিত্য পএিকা হাতিয়ারের সম্পাদক ও প্রকাশক কাজী মাওলানা এম হাসান আলী,নবীগঞ্জ নহরপুর শাহজালাল (র.)-আলিম মাদরাসার অধ্যক্ষ মাওলানা মোহাম্মদ আব্দুছ ছালাম,নবীগঞ্জ দিনারপুর কলেজের অধ্যক্ষ তনুজ রায়,নবীগনজ প্রেসক্লাবের সাবেক সভাপতি মো. সরওয়ার শিকদার,নবীগঞ্জ আইডিয়াল উইমেন্স কলেজের অধ্যক্ষ নজির আহমেদ,নবীগঞ্জ নহরপুর শাহজালাল (র.)-আলিম মাদরাসার ম্যানেজিং কমিটির সভাপতি মোহাম্মদ আব্দাল করিম,নবীগঞ্জ আইডিয়াল উইমেন্স কলেজ ম্যানেজিং কমিটির সভাপতি নিরুপম দেব,নবীগনজ বাজারের বিশিষ্ট ব্যবসায়ী আলহাজ নুরুল ইসলাম চৌধুরী,নবীগঞ্জ উপজেলা কাজী সমিতির সহ-সাংগঠনিক সম্পাদক কাজী মাওলানা গোলজার আহমদ,নবীগঞ্জ আল-ইহসান সমাজকল্যাণ যুব সংঘের সাধারণ সম্পাদক মাওলানা ইব্রাহিম ইউসুফ,নবীগঞ্জ উপজেলা লতিফিয়া সাহিত্য পরিষদের প্রতিষ্ঠাতা সভাপতি মাওলানা জুবায়ের আহমদ,নবীগঞ্জ আল-করিম জামে মসজিদের খতিব হাফিয শাহ সালিম আহমদ।

অনুষ্টানে উপস্থিত ছিলেন,হবিগঞ্জ শাহজালাল (র.)-আইডিয়াল ওয়েলফেয়ার এডুকেশন ট্রাস্টের সহ-প্রচার সম্পাদক শেখ এম মোজাহিদ আহমদ, ট্রাস্টের অন্যতম দায়িত্বশীল মো. সাব্বির আহমদ,মো. জুবায়ের আহমদ,মো. রায়হান আহমদ,মো. মুজিবুর রহমান,শেখ তাজুল ইসলাম তপন,মোহাম্মদ ইয়াকুব আলী,মোহাম্মদ ইসমাইল মিয়া মোহাম্মদ মরম আলী প্রমূখ।

প্রধান অতিথির বক্তৃতায় নবীগঞ্জ সরকারি কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) মোহাম্মদ সফর আলী বলেন,সাংবাদিকগণ হচ্ছেন জাতির বিবেক।আর সংবাদপত্র হচ্ছে সমাজের দর্পণ, রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ। তাই সৎ ও নির্ভীক সাংবাদিকতা দেশ ও জাতির জন্য মঙ্গল বয়ে আনে। তিনি আরো বলেন সাংবাদিকরা সমাজের সব অনাচার, অনিয়ম, অভাব, অভিযোগ, উন্নয়ন ও সম্ভাবনা তুলে ধরার মাধ্যমে দেশকে এগিয়ে নিতে সাহায্য করেন। নব-নির্বাচিত সাংবাদিক নেতৃবৃন্দের কাছে আমরা সেই সাংবাদিকতাই দেখতে চাই।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এ জাতীয় আরো খবর..

ফেসবুকে আমরা