হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভায় সিদ্ধান্ত।  নবীগঞ্জ উপজেলার স্বাস্থ্য সেবার মান পরিবর্তন করতে  হবে

নবীগঞ্জ প্রতিনিধি। নবীগঞ্জ উপজেলা হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৯ জুলাই ) সকাল ৯টায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কনফারেন্স রোমে হবিগঞ্জ-১, নবীগঞ্জ-বাহুবল আসনের সংসদ সদস্য ও নবীগঞ্জ উপজেলা হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভাপতি আমাতুল কিবরিয়া কেয়া চৌধুরীর সভাপতিত্বে সভায়  স্বাগত বক্তব্য রাখেন উপজেলা স্বাস্থ্য ও প.প কর্মকর্তা ডাঃ আব্দুস সামাদ।
সভায় বক্তব্য রাখেন কমিটির সদস্য নবীগঞ্জ উপজেলা চেয়ারম্যান মুজিবুর রহমান চৌধুরী শেফু, উপজেলা নির্বাহী অফিসার অনুপম কুমার দাশ, নবীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোঃ মাসুক আলী, সাবেক সিভিল সার্জন ডাঃ শফিকুর রহমান, নবীগঞ্জ পৌরসভার মেয়র আলহাজ্ব ছাবির আহমদ চৌধুরী, নবীগঞ্জ প্রেস ক্লাব সভাপতি এম এ আহমদ আজাদ, নবীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি গিয়াস উদ্দিন আহমেদ, সাধারণ সম্পাদক এডভোকেট গতি গোবিন্দ দাশ,বীর মুক্তিযোদ্ধা জালাল সিদ্দিকী,জ পরিবার পরিকল্পনা কর্মকর্তা বাবুল দেব, সমাজ সেবা কর্মকর্তা বিদ্যুৎ দাশ, উপজেলা আওয়ামীলীগের সাবেক সহ-সভাপতি মিনাল কান্তি রায় (মিনু), ডাঃ চম্পক কিশোর সাহা সুমন,ডাঃ শাহিনারা ইসলাম, ডাঃ তাপস সুত্রধর, ব্র্যাক স্বাস্থ্য অর্গানাইজার প্রতিনিধি আসলাম উদ্দিন ও ফুল মিয়া খন্দকার,নবীগঞ্জ উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী জাকারিয়া আহমদ   প্রমুখ। পবিত্র কোরআন তেলাওয়াত করেন মাওঃ আঃ কাদির হুসাইনী ও গীতা পাঠ করেন ডাঃ চম্পক কিশোর সাহা সুমন।
সভাপতি বলেন, সব সদস্য কে নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স কে নিজের পরিবার মনে করে কাজ করতে হবে। তখন নবীগঞ্জ উপজেলার স্বাস্থ্য সেবার মান পরিবর্তন হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এ জাতীয় আরো খবর..

ফেসবুকে আমরা