সিলেটে ফের ভূমিকম্প

ডেস্ক রিপোর্ট :: সিলেটে ৯ দিনের ব্যবধানে ফের ভূকম্পন অনুভূত হয়েছে। রিখটার স্কেলে ভূমিকম্পের মাত্রা ছিল ৩.৮।

ঢাকাস্থ আগারগাঁও আবহাওয়া অফিসের সিসমিক ইনচার্জ মো: মুমিনুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, এটা মৃদু (মাইনর) ভূমিকম্প। সোমবার সন্ধ্যা ৬টা ২৯ মিনিট ৩১ সেকেন্ডে এ কম্পন অনুভূত হয়। আগারগাঁও ভূমিকম্প পর্যবেক্ষণ কেন্দ্র থেকে এর দূরত্ব ছিল ১৮৮ কিলোমিটার উত্তর-পূর্বে। তিনি জানান, কেবল সিলেট অঞ্চলেই এ কম্পন অনুভূত হয়েছে।

এদিকে, সোমবারের ভূমিকম্পে নগরীর রাজা জিসি হাইস্কুল ভবনে ফাটল দেখা দিয়েছে।

অনেক নগরবাসী জানান, এক মিনিটের মধ্যে দুই দফা কম্পন হয়েছে। তবে, আবহাওয়া অফিস জানিয়েছে, ভূমিকম্পের পর ফের মাইল্ড ওয়েভ হতে পারে।

এদিকে, ভূমিকম্পের পর আতংকিত নগরবাসী রাস্তায় নেমে আসেন। নগরীর সাগরদীঘিরপার এলাকার বাসিন্দা এডভোকেট কামাল হোসেন জানান, ভূমিকম্পের পর ওই এলাকার বিপুল সংখ্যক লোক রাস্তায় নেমে আসেন।

গত ২৯ মে সিলেটে চার দফা ও ৩০ মে আরেক দফা ভূকম্পন হয়।এ নিয়ে নগরবাসীর মধ্যে এক ধরণের আতংক বিরাজ করছে। এ অবস্থায় ফের ভূমিকম্প-লোকজনের আতংক আরো বাড়িয়ে দিয়েছে। সিলেট সিটি কর্পোরেশনের পক্ষ থেকে এরই মধ্যে নগরীর ৬টি মার্কেট ১০ দিনের জন্য বন্ধ রাখা হয়েছে।

সূত্র : সিলেটের সকাল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এ জাতীয় আরো খবর..

ফেসবুকে আমরা