হবিগঞ্জে শ্রেষ্ঠ প্রশাসনিক কর্মকর্তা হিসেবে পুরস্কৃত প্রীতেশ রঞ্জন চৌধুরী

নবীগঞ্জ প্রতিনিধি::হবিগঞ্জ জেলা প্রশাসনের আয়োজনে জন্ম ও মৃত্যু নিবন্ধন কার্যক্রমে জুন/২০২৫ মাসে জেলার শ্রেষ্ঠ প্রশাসনিক কর্মকর্তা নির্বাচিত হয়েছেন জেলা প্রশাসনের সচিব প্রীতেশ রঞ্জন চৌধুরী।
গত ১৪ আগষ্ট হবিগঞ্জ জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আনুষ্ঠানিকভাবে পুরস্কার প্রদান করা হয়। এ সময় মাননীয় জেলা প্রশাসক ড, ফরিদুর রহমান নিজ হাতে পুরস্কার তুলে দেন প্রীতেশ রঞ্জন চৌধুরীর হাতে।
নবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা রুহুল আমীন নেতৃত্বে ও আউশকান্দি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান দিলাওর হোসেনসহ পরিষদের সকল সদস্যের সার্বিক সহযোগিতা ছিল অনন্য ভূমিকায়।
পুরস্কার গ্রহণ শেষে প্রীতেশ রঞ্জন চৌধুরী বলেন, এই সম্মান আমার একার নয়, এটি আমাদের টিমওয়ার্কের ফসল। জেলা প্রশাসনের তত্ত্বাবধান ও আউশকান্দি ইউপি চেয়ারম্যান এবং পরিষদের সহযোগিতা ছাড়া এটি সম্ভব হতো না।
জেলা প্রশাসক ফরিদুর রহমান বলেন, জন্ম ও মৃত্যু নিবন্ধনে প্রীতেশ রঞ্জন চৌধুরীর আন্তরিক প্রচেষ্টা ও নিষ্ঠা সত্যিই প্রশংসনীয়। এ ধরনের স্বীকৃতি অন্যদেরও অনুপ্রেরণা জোগাবে।
অনুষ্ঠানে সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এ জাতীয় আরো খবর..

ফেসবুকে আমরা