নবীগঞ্জে সেনাবাহিনীর অভিযানে গাঁজা ও সরঞ্জামসহ দুই ব্যবসায়ী আটক

নবীগঞ্জ প্রতিনিধি ॥নবীগঞ্জে সেনাবাহিনীর বিশেষ অভিযানে গাঁজা ও সরঞ্জামসহ দুইজন মাদক ব্যবসায়ীকে আটক করেছে সেনা সদস্যরা। মঙ্গলবার রাত ১১টা থেকে বুধবার (২০ আগস্ট) সকাল সাড়ে ৭টা পর্যন্ত বানিয়াচং সেনা ক্যাম্পের দায়িত্বরত মেজর কাজী ফয়সাল এর নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।

আটকরা হলেন,উপজেলার আউশকান্দি ইউনিয়নের চৈতন্য জালালপুর গ্রামের মৃত নুরুল ইসলামের ছেলে বুরহান উদ্দিন শেখ (৭০) এবং একই ইউনিয়নের মহাসড়কের পাশের ভুমিহীন পাড়ার মৃত রফিক উদ্দিনের ছেলে মোশাহিদ উদ্দিন মশন (৬৫)।

স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে তারা গাঁজাসহ বিভিন্ন মাদক বিক্রি করে আসছিলেন। এমনকি একটি সিন্ডিকেট গড়ে তুলে সিএনজি, অটোরিকশা চালক, চানাচুর বিক্রেতা ও চায়ের দোকানীদের মাধ্যমে খুচরা ও পাইকারি ব্যবসা চালাচ্ছিলেন। এতে এলাকার তরুণ ও শিক্ষার্থীদের মধ্যে মাদকাসক্তি ভয়াবহ আকারে ছড়িয়ে পড়ে।

অভিযানকালে তাদের কাছ থেকে ৯শ গ্রাম গাঁজা, ১৫টি কলকি ও বিভিন্ন ধরনের চাকু উদ্ধার করা হয়। পরে আটককৃতদের নবীগঞ্জ থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন থানার ডিউটি অফিসার এএসআই হিল্লোল তালুকদার।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এ জাতীয় আরো খবর..

ফেসবুকে আমরা