নবীগঞ্জে ইউএনও’র বিচক্ষণতায় সমাধান।। ঘোলডুবা হাই স্কুলে ফিরলেন প্রধান শিক্ষক

নবীগঞ্জ (হবিগঞ্জ) প্রতিনিধি।।দীর্ঘ এক বছর পর অবশেষে ঘোলডুবা হাই স্কুলের প্রধান শিক্ষক কামাল উদ্দিন স্বপদে ফিরলেন উপজেলা নির্বাহী অফিসারের (ইউএনও) রুহুল আমীন এর আন্তরিক উদ্যোগ ও বিচক্ষণতার ফলে।
জুলাই আন্দোলনের সময় ছাত্রদের চাপের মুখে প্রতিষ্ঠান ছাড়তে বাধ্য হয়েছিলেন কামাল উদ্দিন। প্রায় এক বছর চেষ্টা করেও বিদ্যালয়ে ফিরতে পারছিলেন না তিনি। এদিকে নিয়মিত প্রধান শিক্ষক না থাকায় বিদ্যালয়ের শিক্ষার মান দিন দিন অবনতির দিকে যাচ্ছিল।
বর্তমান উপজেলা নির্বাহী অফিসার রুহুল আমীন যোগদানের পর থেকেই ফেব্রুয়ারি মাস থেকে বিষয়টি সমাধানের চেষ্টা শুরু করেন। তিনি শিক্ষক, অভিভাবক, এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং ছাত্র প্রতিনিধিদের সঙ্গে একাধিক বৈঠক করেও এলাকার অনীহার কারণে সমস্যার সমাধান করতে পারেননি।
অবশেষে গত মঙ্গলবার ইউএনও’র কার্যালয়ে প্রায় ৪ ঘন্টাব্যাপী আলোচনা শেষে উপস্থিত সকলেই প্রধান শিক্ষক কামাল উদ্দিনের স্বপদে ফেরার বিষয়ে সম্মত হন। তারা বলেন,
এটা কেবলমাত্র ইউএনও স্যারের আন্তরিকতা, মহত উদ্যোগ এবং দূরদর্শিতার ফলেই সম্ভব হয়েছে। তিনি আমাদের সময় দিয়েছেন, আমাদের কথা শুনেছেন, ভালোবাসা দিয়ে আমাদের অভিমান ভেঙেছেন। কিভাবে আন্তরিকতায় বড় সমস্যা সমাধান করা যায়,তার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছেন ইউএনও স্যার।
উপজেলা নির্বাহী অফিসার রুহুল আমীন বলেন,এটা কেবল আমার একার কৃতিত্ব নয়। উপস্থিত সুধীজনের সদিচ্ছা এবং আন্তরিক সহযোগিতার কারণেই সম্ভব হয়েছে। আমি চাই বিদ্যালয়ের শিক্ষার মান উন্নত হোক। এজন্য তিন সদস্য বিশিষ্ট একটি কমিটির মাধ্যমে ইন্টার্নাল অডিট হবে। কোনো অনিয়ম ধরা পড়লে ব্যবস্থা নেওয়া হবে।
তিনি সংশ্লিষ্ট সবাইকে উপজেলা প্রশাসনের ওপর আস্থা রাখার আহ্বান জানান এবং শিক্ষার পরিবেশ ফিরিয়ে আনার লক্ষ্যে সবার সহযোগিতা কামনা করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এ জাতীয় আরো খবর..

ফেসবুকে আমরা