নবীগঞ্জ সংবাদদাতা: নবীগঞ্জের আউশকান্দিতে ভয়াবহ অগ্নিকান্ডে দোকানের মালামাল সহ নগদ টাকা পুড়ে ছাই হয়ে গেছে। জানাযায়, উপজেলার আউশকান্দি ইউনিয়নের পিটুয়া গ্রামের বালিকা সরকারী প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন বিছমিল্লাহ মার্কেটে মা- ভেরাইটিজ ষ্টোর এন্ড ফ্যামেলী বাজার নামীয় ব্যবসা প্রতিষ্টান বিগত প্রায় ১০ বছর ধরে ব্যবসা করে আসছেন পিঠুয়া গ্রামের রোমেল আহমদ।

গত রবিবার মধ্য রাতে ওই দোকান ঘরে আগুনের লেলিহান শিখা দেখতে পান স্থানীয় লোকজন। এ সময় আশপাশের লোকজন জড়ো হয়ে চারি দিকে খবর দিলে এলাকাবাসীর আপ্রাণ চেষ্ঠা করে আগুন নিয়ন্ত্রণে আনলেও দোকানের কোন মালামাল রক্ষা করা সম্ভব হয়নি। অগ্নিকান্ডে দোকানের মালামাল, আসবাবপত্র, ফ্যান, ফ্রিজ, টিভি, ল্যাপটপ, সৌর বিদ্যুৎ, নগদ টাকা ও দোকান বাকীর খাতাপত্র পুড়ে ছাই হয়ে যায়।

এ ব্যাপারে স্থানীয় ৩নং ওয়ার্ড মেম্বার সায়েল আহমদ জানান, আমি ওই দিন দিবাগত রাত সাড়ে ১১টা পর্যন্ত এ দোকানে ছিলাম। বাড়ি আসার পর খবর পাই দোকানে আগুন লেগেছে। সাথে সাথে সেখানে উপস্থিত হয়ে এলাকাবাসীর সাথে সহযোগীতা করে আগুন নিয়ন্ত্রণ করি। কিন্তু দোকানের সকল মালামাল পুড়ে ছাই হয়ে যায়।এ ব্যাপারে দোকান মালিক রোমেল আহমদ এর সাথে কথা হলে তিনি কান্না জড়িত কন্ঠে বলেন, প্রতিদিনের মতো গত রবিবার রাত ১০টায় দোকান বন্ধ করে ভাত খেতে যাই বাড়িতে।

রাত ১২টায় আমার ফোনে একটা কল আসে আমার দোকানে আগুনে দাউ দাউ করছে। পরে দৌড়ে এসে দেখি এলাকাবাসী আগুন নিয়ন্ত্রণে এনেছেন। কিন্তু তার আগেই আমার দোকানের সকল মালামাল আগুনে পুড়ে ছাই হয়ে গেছে। আমার অনেক দোকান বাকী রয়েছে। আমি এখন নিশ্ব হয়ে গেছি।

নবীগঞ্জের আউশকান্দিতে অগ্নিকান্ড॥ মালামাল পুড়ে ছাই

নবীগঞ্জ সংবাদদাতা:: নবীগঞ্জ উপজেলার ইনাতগঞ্জ-রানীসড়কে সিএনজি(অটোরিক্সা) উল্টে চালকসহ একই পরিবারের ৬জন আহত হয়েছে। গুরুতর আহত ইনাতগঞ্জের উমরপুর গ্রামের সিএনজি চালক এনাম উদ্দিন(৩০)কে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

অন্যান্য আহতরা হলেনৃ,রানীগঞ্জ ইউনিয়নের নোয়াগাঁও গ্রামের আব্দুল মুকিত(৩৫),রুবেল মিয়া(২৫),গোলাপ উদ্দিন (৫৫),সুজন মিয়া(৩০)। তাদেরকে স্থানীয়ভাবে চিকিৎসা দেয়া হয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়,গত শুক্রবার রাত সাড়ে ১০টার সময় রানীগঞ্জ থেকে ইনাতগঞ্জগামী যাত্রীবাহী সিএনজিটি নোয়াগাঁও গ্রামের নিকটে এসে পৌছলে নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে উল্টে যায়। এ সময় স্থানীয় লোকজন আহতদেও উদ্ধার করে দ্রুত ইনাতগঞ্জে নিয়ে আসেন।

ইনাতগঞ্জ-রানীগঞ্জ সড়কে সিএনজি দুর্ঘটনায় আহত ৬

নবীগঞ্জ সংবাদদাতা::ঢাকা-সিলেট মহাসড়কের নবীগঞ্জ উপজেলার দেবপাড়া ইউনিয়নের গোপলা স্ট্যান্ডের নিকটে যাত্রীবাহি শ্যামলী পরিবহনের বাস ও ট্রাকের সংঘর্ষে ১০ জন আহত হয়েছে। আহতদের মধ্যে ৩জনকে সিলেট ওসমানী মেডিকেল হাসপাতাল ও অন্যান্য আহতদের নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্্ের চিকিৎসা দেয়া হয়েছে।

শুক্রবার ভোরে ঢাকা থেকে ছেড়ে আসা সিলেট গামী শ্যামলী পরিবহনের একটি যাত্রীবাহি বাস উপরে উল্লেখিত স্থানে পৌছামাত্র পেছন দিক থেকে ছেড়ে আসা একটি মালবুঝাই ট্রাক পিছনে সজোরে ধাক্কা দেয়। এ সময় বাসের যাত্রীরা আহত হয়। দুর্ঘটনার পর ট্রাকটি পালিয়ে যায়। এ সময় আশপাশের লোকজন এসে আহতদের উদ্বার করে হাসপাতালে নিয়ে যান। গুরুতর আহত অজ্ঞাতনামা ৩জনকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। অপর আহতদের নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্্ের পাঠানো হয়।

দুর্ঘটনায় আহতরা হল, যশোহরের বায়োজিদ মিয়ার ছেলে মোঃ আব্দুল্লাহ (২৫), যশোহরের বেনাপুলের মৃত মনির উদ্দিনের ছেলে সুহেল মিয়া (৩২), ঢাকার মৃত মকবুল হোসেনের ছেলে মহি উদ্দিন (৬৫), গাজিপুরের টঙ্গির দেলোয়ার হোসেনের ছেলে জনি মিয়া (৩৬) ও দিনাজপুর বড় বন্দরের মৃত সুর্য সাহার ছেলে পার্থ সারতী সাহা (৪২)।

নবীগঞ্জে সড়ক দুর্ঘটনায় আহত ১০ জন

ফেসবুকে আমরা