বাগেরহাট প্রতিনিধিি::জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভ্রাত্যুষপুত্র বাগরহাট-১
আসনের সংসদ সদস্য শেখ হেলাল উদ্দিন ও তার পরিবারের সকল সদস্যের আশু
রোগ মুক্তি ও সুস্থ্যতা কামনায় কোরআন খানি ও দোয়া মাহফিল
অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যায় বাগেরহাট প্রেসক্লাবের আয়োজনে,
প্রেসক্লাবের হলরুমে অনুষ্টিত দোয়া মাহফিলে অন্যন্যদের মধ্যে উপস্থিত ছিলেন
বাগেরহাট প্রেসক্লাবের সভাপতি এ্যাড. মোজাফ্ফর হোসেন, সাধারন
সম্পাদক তালুকদার আব্দুল বাকী,সাবেক সভাপতি আহাদ উদ্দিন হায়দার, আহসানুল
করিম, শেখ আজমল হোসেন, নকিব সিরাজুল ইসলাম,কামরুল ইসলাম,আলী আকবর
টুটুল,ইয়ামীন আলী,আকমল উদ্দিন সাখি, হেদায়েত হোসেন লিটন,আবু সাঈদ
শুনু,মীর জয়েসী আসরাফি জেমস, ফকির হাসান,এস এম শোহান, আল আমিন
খান সুমন, আব্দুল্লাহ আল ইমরান,মামুন আহ¤েদদ,সোহাগ খান,সোহাগ
হাওলাদার,রাকিবুল ইসলাম রাজ প্রমুখ।
পরে শেখ হেলাল উদ্দিন এমপি ও তার পরিবারের সুস্থ্যতা কামনা করে বিশেষ মোনাজাত
করা হয়।
Leave a Reply