জগন্নাথপুর(সুনামগঞ্জ) প্রতিনিধি::সুনামগঞ্জের জগন্নাথপুরে পৌরপয়েন্ট এ নিত্য নতুন ডিজাইনের শার্ট,প্যান্ট,টি,শার্ট,পাঞ্জাবী ইত্যাদি মালামাল নিয়ে মির্জা আব্দুল মতিন মার্কেটে বুধবার বেলা ৩টায় ভাই ভাই জেন্টস্ ফ্যাশন এন্ড বেবী সপের শুভ উদ্বোধন করেন জগন্নাথপুর পৌরসভার মেয়র আলহাজ¦ আব্দুল মনাফ।
এসময় উপস্থিত ছিলেন মির্জা আব্দুল মতিন মার্কেটের মালিক মির্জা আবুল কাসেম স্বপন, জগন্নাথপুর উপজেলা বিএনপির সহ সভাপতি এম সামসুল ইসলাম, মাহিমা রেষ্টুরেন্ট এর মালিক মো.মকবুল হোসেন ভুইয়া,ইসহাকপুর গ্রামের বিশিষ্ট মুরুব্বি মো.নুরুল হক,মজিদপুর জামে মসজিদের ইমাম মাওলানা ফারুক গনি,মুয়াজ্জিন মো.কামরুল হাসান,মো.তৈয়বুর হক,অত্র দোকানের মালিক মো. আজিজুর রহমান,মো.রাজিন মিয়া,সাংবাদিক মো.গোলাম সারোয়ার,জুয়েল আহমদ মাহিন,মো.সাহেদ মিয়া.রাজু মিয়া,আমজাদ হোসেন,দবির হোসেন সহ জগন্নাথপুর বাজরের ব্যবসায়ী বৃন্দ।
ভাই ভাই জেন্টস্ ফ্যাশন এন্ড বেবি সপের মালিক আজিজুর রহমান বলেন,ছেলেদের চাহিদা অনুযায়ী সকল ধরনের মালামাল নিয়ে আমরা জগন্নাথপুরে নতুন দোকান শুরু করছি।তিনি আরো বলেন, এখানে জেন্টস আইটেম কাপড়,মহিলাদের কসমেটিক সহ বিভিন্ন সামগ্রী গ্রাহকরা সূলভ মূল্যে পাবে।
Leave a Reply