হবিগঞ্জ প্রতিনিধি ॥ ঢাকা সিলেট মহাসড়কের হবিগঞ্জের মাধবপুরে জগদীশপুর মুক্তিযোদ্ধা চত্বর এলাকায় ইউনিক পরিবহনের বাসের চাপায় এক মোটর সাইকেল আরোহী স্কুল ছাত্র নিহত হয়েছে। নিহত হলেন মাধবপুর উপজেলার মধ্য বেজুড়া গ্রামের মফিজ মিয়ার পুত্র সাইফুল ইসলাম (২২)।

সূত্র জানায়, নিহত সাইফুল ইসলাম পারিবারিক কাজে শনিবার (৩মার্চ) বিকেলে জগদীশপুর মুক্তিযোদ্ধা চত্বর থেকে মোটর সাইকেল যোগে মাধবপুরের উদ্দেশ্যে রওয়ানা দিয়ে কিছু সামনের দিকে এগিয়ে গেলে ঢাকা থেকে সিলেটগামী ইউনিক পরিবহনের একটি বেপরোয়া বাস তার মোটর চাপা দেয়। এতে মোটর সাইকেলটি ধুমড়ে মুছড়ে যায় এবং ঘটনাস্থলে সাইফুল নিহত হন।

এ সময় উত্তেজিত জনতা সড়ক অবরোধ করে রাখে এবং ইউনিক পরিবহনের বাসটি ইট পার্কেল ছুরে গ্ল্যাস ভাংচুর করে।

খবর পেয়ে মাধবপুর থানার এসআই জাহাঙ্গীর আলম ঘটনাস্থলে এসে পরিস্থিতি শান্ত করেন এবং নিহতের লাশ ময়না তদন্তের জন্য হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে মর্গে প্রেরণ করে। এস আই জাহাঙ্গীর আলম এ ঘটনার সত্যতা স্বীকার করেন।

মাধবপুরে সড়ক দুর্ঘটনায় স্কুল ছাত্র নিহত

মোঃ জামাল মিয়া,ভৈরব প্রতিনিধি:: জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি মেলা সপ্তাহ উপলক্ষ্যে ভৈরবে ২ দিনব্যাপী ৩৯ তম বিজ্ঞান ও প্রযুক্তি মেলা শুরু হয়েছে । উপজেলা প্রশাসনের আয়োজনে বুধবার (২৮ ফেব্রুয়ারী) দুপুরে উপজেলা পরিষদ চত্বরে ফিতা কেটে ও বেলুন উড়িয়ে মেলার আনুষ্ঠানিক উদ্ধোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা দিলরুবা আহমেদ ।

এ সময় উপস্থিত ছিলেন সহকারি কর্মকর্তা (ভূমি ) জাকির হোসেন ,শিক্ষা কর্মকর্তা সৈয়দ শাহরিয়ার মেনজিস,একাডেমিক সুপার ভাইজার স্বপ্না বেগম,যুব উন্নয়ন কর্মকর্তা জলি বদন তৈয়বা প্রমূখ ।

পরে তিনি মেলার বিভিন্ন ষ্টল পরিদর্শন করেন । মেলায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের পক্ষ থেকে ১৫ টি ষ্টল স্থান পায় ।প্রতিদিন সকাল ৯ টা থেকে বিকাল ৫ টা পর্যন্ত মেলা চলবে ।

ভৈরবে ২ দিনব্যাপী বিজ্ঞান ও প্রযুক্তি মেলা শুরু

বাহুবল প্রতিনিধি:: হবিগঞ্জের বাহুবল উপজেলার পিয়ারী লাল রবিদাস (৪৮) নামের এক মাদক ব্যবসায়ীকে চোলাই মদসহ  আটক করেছেপুলিশ। সে উপজেলার ভাদেশ্বর ইউনিয়নের ফয়জাবাদ গ্রামের রামলগন রবিদাসের ছেলে।

মঙ্গলবার (২৭ ফেব্রুয়ারী) বেলা ১টায় উপজেলার ভাদেশ্বর ইউনিয়নের সুন্দ্রাটিকি গ্রাম থেকে তাকে আটক করা হয়।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে মাদক পাচার করছে এমন খবর পেয়ে কামাইছড়া পুলিশফাঁড়ির ইনচার্জ এসআই মো: মহরম আলী ও এএসআই আব্দুল কাদের জিলানী একদল পুলিশ নিয়ে অভিযান পরিচালনা করে ৩০ লিটার মদসহ মাদক ব্যবসায়ীকে আটক করেন। এসআই মো: মহরম আলী গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন।

বাহুবলে চোলাই মদসহ ব্যবসায়ী আটক

জগন্নাথপুর প্রতিনিধি::জগন্নাথপুরে সরকারী জায়জায় মাটি ভরাট করায় এক ব্যক্তিকে সাতদিনের কারাদন্ড প্রদান করা হয়েছে।
মঙ্গলবার বিকেলে ভ্রাম্যমান আদালতের বিচারক জগন্নাথপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) হোসাইন মোহাম্মদ হাই জকি এ রায় প্রদান করেন।

জানা যায়, উপজেলা কলকলিয়া ইউনিয়নের নাদামপুর গ্রামের আশু মিয়ার লোকজন নাদামপুর পয়েন্টস্থ জগন্নাথপুর-সুনামগঞ্জ সড়কের পাশে সরকারী জায়গায় মাটি ভরাটের কাজ করছিলেন। এ কাজের তদারকির দায়িত্ব ছিলেন মজিদপুর গ্রামের সিরাজুল ইসলাম। মঙ্গলবার ভ্রাম্যমান আদালত অভিযান চালিয়ে সিরাজুল ইসলামকে আটক করে।

ভ্রাম্যমান আদালতের ম্যাজিস্ট্রেট হোসাইন মোহাম্মদ হাই জকি বলেন, সরকারি নির্দেশ অমান্য করে সরকারী জায়গায় মাটি ভরাটের কাজ চলছিল। যার প্রক্ষিতে অভিযান চালিয়ে ঘটনাস্থল থেকে সিরাজুল ইসলামকে আটক করে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে সাতদিনের কারাদন্ড প্রদান করা হয়েছে।

জগন্নাথপুরে সরকারী জায়গায় মাটি ভরাটের অভিযোগে এক ব্যক্তিকে সাতদিনের কারাদন্ড

ফেসবুকে আমরা